Wednesday, September 28, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪২)

যদিও আমি সপ্ন দেখেছি
আমার সপ্ন যেন হয়না বিফল
তাই শিয়রের বালিশটাকে
এপাশ ওপাশ করে নিয়েছি
আমি স্বপনটাকে সত্যি ভেবে নিয়েছি ।।

তুমি আমি আর সে
যাকে ভালোবেসে
কাটাতে সারা বেলা
সেই তোমারি চোখে দেখেছি আমি
আমার জন্য অবলীলা
জানিনা কখন কেমন করে
এতটা কাছে এসেছি ।।

তুমি আমি কাছে এসে
পাশা-পাশি বসে
তাকে নিয়েই গল্প করেছি
সেই গল্প থেকে অল্প কিছু
আমি ধার নিয়েছি
আমি এমন সপ্ন মনের মাঝে
তাই ঠাই দিয়েছি ।।


       মৌসুমি সেন
             ২১/০১/২০১০
 

No comments:

Post a Comment