অল্প অল্প করে তুমি
কাছে এসেছো
গল্প করার ছল করিয়া
জুড়ে বসেছো
আমার অন্তরেতে সুখের বাসা
তুমি বেধেছো ।।
তুমি আমার মনের ঘরে
এসেছিলে কোন সে ঝরে
মনে কি তা রেখেছো
ভালো করে একবারো কি
আমায় দেখেছো ।।
তুমি বন্ধু বড়ই চতুর
প্রেমের নামে করে ফতুর
মৃদু হাঁসি হেসেছো
কেমন ভালো বন্ধু তুমি
আমায় বেসেছো ।।
মৌসুমি সেন ।।
২০/০৫/২০০৫
কাছে এসেছো
গল্প করার ছল করিয়া
জুড়ে বসেছো
আমার অন্তরেতে সুখের বাসা
তুমি বেধেছো ।।
তুমি আমার মনের ঘরে
এসেছিলে কোন সে ঝরে
মনে কি তা রেখেছো
ভালো করে একবারো কি
আমায় দেখেছো ।।
তুমি বন্ধু বড়ই চতুর
প্রেমের নামে করে ফতুর
মৃদু হাঁসি হেসেছো
কেমন ভালো বন্ধু তুমি
আমায় বেসেছো ।।
মৌসুমি সেন ।।
২০/০৫/২০০৫
No comments:
Post a Comment