আমি আর কাঁদতে চাইনা এখন
দুজনার আধখানি হৃদয়
ভাগ হোয়েছে যখন
চিতার আগুনে নেই আর ভয়
আধা আধি যোগ হলে
একটাই হয় ।।
কে কবে পুড়ে গেছে
আধ খানি মন
সে ব্যথা ভুলে গেছি
পেয়েছি তোমায় স্বজন
হৃদয়ের আধখানি ভেঙেছে
যে প্রতারক
সে যেন দেখে যায়
মানিনি আমি পরাজয় ।।
সে বঝেনিতো এই
হৃদয়ের ভাষা
সে কারনে তাকে নিয়ে
এ মনে নেই আশা
অতীতের সৃতি আমি ভুলতে
খুঁজি যে কারন
সে যেন আর পায়না
সে কারন দেখার সময় ।।
মৌসুমি সেন ।।
০৭/০৬/২০০৯
দুজনার আধখানি হৃদয়
ভাগ হোয়েছে যখন
চিতার আগুনে নেই আর ভয়
আধা আধি যোগ হলে
একটাই হয় ।।
কে কবে পুড়ে গেছে
আধ খানি মন
সে ব্যথা ভুলে গেছি
পেয়েছি তোমায় স্বজন
হৃদয়ের আধখানি ভেঙেছে
যে প্রতারক
সে যেন দেখে যায়
মানিনি আমি পরাজয় ।।
সে বঝেনিতো এই
হৃদয়ের ভাষা
সে কারনে তাকে নিয়ে
এ মনে নেই আশা
অতীতের সৃতি আমি ভুলতে
খুঁজি যে কারন
সে যেন আর পায়না
সে কারন দেখার সময় ।।
মৌসুমি সেন ।।
০৭/০৬/২০০৯
No comments:
Post a Comment