Tuesday, September 6, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮0)

এখনি যেওনা চলে ও প্রিয়জন
    সাঁঝের আঁধার কেটে জোছনা আসুক
চাঁদের পালকি চড়ে জোনাকি হাসুক
      নির্জন প্রহরে থাকো আরো কিছুখন।।

ঝি ঝি পোকার ডাকে
       ভাঙবে যখন নির্জনতা
তোমার মাঝেই খুঁজবো
          আমি তখন নির্ভরতা
দুচোখে রাখবো বেঁধে 
     কিছু  সৃতির আলোড়ন  ।।

চাঁদের সাথে হবে
   যখন রাতের সমঝোতা
তোমার মাঝেই খুঁজবো
     প্রেমের সকল অমরতা
মিলন আবেগে জড়িয়ে
       আঁকবো ভালবাসার আলাপন ।।

         মৌসুমি সেন  ।।

No comments:

Post a Comment