Tuesday, September 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬৮)

পারো যদি আমাকে ভুলে যেও
সৃতি যত মন থেকে মুছে দিও
অনুযোগ রেখনা আমার প্রতি
জীবনের যা কিছু হয়েছে ক্ষতি
পারো যদি সামলে নিও ।


লুকোচুরি মন নিয়ে করোনা 
    কানাকানি
বদনাম হয়ে যাবে তখনি
  হলে জানাজানি
পারো যদি এ অনুরোধ
         মেনে নিও।।




সুর ছোঁয়া কথা যদি পায়
      প্রান গানে
ভেবনা সেখানে খুঁজে পাবে
   জীবনের মানে
পারো যদি একবার 
   ভেবে নিও।।


       মৌসুমি সেন


              ৩০/০৩/২০১০



 

No comments:

Post a Comment