Thursday, September 22, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৭)

আমি বহুবার তোমাকে 
চেয়েছি জানাতে
হৃদয় আমার হয়েছে নিলাম
তোমাকে দেবার আর
কিছু বাকি নেই
সে কথাটি আজ জানিয়ে দিলাম ।।

তোমার চোখের জল বলছে আমায়
কতোটা দুঃখ আমি দিয়েছি তোমায়
তবুও বলবো আমি নিরুপায়
স্বার্থের কারনেই আমি চলে গেলাম ।।

আমাকে ভাবতে পারো তুমি স্বার্থপর
তুমিওতো দিয়েছো প্রেম বাধনিতো ঘর
একটি ঠিকানা করে নিতে তাই
এমন কঠিন দিক্ষা নিলাম ।।

             মৌসুমি সেন ।।
                    ১/১১/২০১০

No comments:

Post a Comment