তোমার সাথে হোল না আমার বাসর
হোল না অভিসার
হোল না উন্মুক্ত চুম্বন
হোল না নিবিড় আলিঙ্গন ।।
হোল না দুজনার পথ চলা
তাই চোখের জলে ভাসি
সান্ত্বনা একটাই আমরা দুজন
দুজনকে খুব ভালোবাসি
সে ভালবাসার টানে অতীতে
ফিরি আমি বার বার ।।
তোমার আমার মাঝে আজ
আকাশ মাটির দূরত্ব
তবুও আমি তার পরও খুজি
ভালবাসার অমরত্ব
সেই অমরত্বের টানে দুজন
খুজি ভালবাসার সাগর ।।
মৌসুমি সেন
২২/০৩/২০১০
হোল না অভিসার
হোল না উন্মুক্ত চুম্বন
হোল না নিবিড় আলিঙ্গন ।।
হোল না দুজনার পথ চলা
তাই চোখের জলে ভাসি
সান্ত্বনা একটাই আমরা দুজন
দুজনকে খুব ভালোবাসি
সে ভালবাসার টানে অতীতে
ফিরি আমি বার বার ।।
তোমার আমার মাঝে আজ
আকাশ মাটির দূরত্ব
তবুও আমি তার পরও খুজি
ভালবাসার অমরত্ব
সেই অমরত্বের টানে দুজন
খুজি ভালবাসার সাগর ।।
মৌসুমি সেন
২২/০৩/২০১০
আমার বলার মত কোন ভাষা নেই, আমার কথাটাই পেলাম তোমার লিখায়...
ReplyDelete