Thursday, September 29, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৩৭)

চলোনা চলোনা দুজনে মিলে
অজানা পথে পা বাড়াই
করোনা করোনা তুমি পাগলামি
সে পথের সীমানা তো নাই
হংস মিথুন হয়ে দুজনে চলো
সপ্নের পৃথিবী ঘুরে বেড়াই ।।

তোমায় নিয়ে সুখের ঠিকানায়
অমর কাহিনী রচিবো
মরুর দেশে তোমার জন্য 
সপ্নের ফুল ফোটাবো
আত্মার সাথে আত্মীয় করে
চলো অন্তবীহিন পথে হারাই ।।

সাজাবো আমি প্রেমের রংমহল
মনের মণিকোঠায়
সেখানে বসে অগোচরে দুজন
একান্তে কাটাবো সময়
শ্রাবণের জলে ভিজে দুজন
এসো মধুমিলনের রাত কাটাই ।।

         মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৩৮)

এক ভালোবাসার গল্প শুনেছি ক্ষীণ
বেদনা দেখেছি তার সীমাহীন
বেদনার নোনা জলে ভাসতে দেখে তাকে
তার ভাবনায় কাটে আমার সারা দিন ।।

এত ভালোবাসা কেউ বাসতে পারে
গল্প উপন্যাসে পরেছি
তেমনি প্রেমের নমুনা দেখে
কেবলি অবাক হোয়েছি
তার বিরহ সৃতি গুলো সাদা কালো
কষ্ট গুলো যেন অমলিন ।।

শত যাতনার ঢেউ হৃদয়ে রেখে
কাজের ব্যস্ততায় জড়িয়ে
অন্তর নামের সুখ পাখিটাকে
মুক্তি দেয় অজানায় হারিয়ে
কাটে সময় ঘড়ি যেন হাতে ধরি
অষ্ট প্রহর তার সুখবিহীন ।।

          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৩৯)

আজ শুধু ভাগ্যকে দিয়ে যাই দোষ
জীবনের সাথে করেছি প্রতারনা
সুখের সাথে করতে আপোস
তাই যত পার বলো আমাকে
আমি এক নষ্ট মানুষ ।।

সুখের আশা সবাই করে
আমিও চেয়েছি সুখ
আঘাতে আঘাতে দিয়েছি ভেঙে
তোমার সপ্নের বুক
রঙের নেশা দুচখে মেখে
নিজেকে করেছি বেহুঁশ ।।

চোখের জলে ভাসিয়ে তোমায়
ছুটেছি সুখের পিছু
আলেয়া হয়ে সে দিয়েছে ফাঁকি
হারিয়েছি সব কিছু
আমার ভুলে জড়িয়ে আমি
হয়েছি আজ অমানুষ ।।

      মৌসুমি সেন ।।
         ১৮/০১/২০১০

Wednesday, September 28, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪০)

তোমার দেয়া কষ্ট আমায় 
দিতে পারেনি কান্নার ঝড়
দুচোখের নদী শুকিয়ে সেথা
জেগেছে এক বালুচর ।।

প্রেমই জীবন জীবনই প্রেম
বোঝাতে তুমি এসে
হার জিতের হিসেব আবার
মেলাতে তুমি শেষে
হারাতে চেয়ে হেরেছো তুমি
করেছো নিজেকে স্বার্থপর ।।

সুখের সপ্ন দেখিয়ে আমায়
ভেঙ্গেছো আবার নিজে
অজুহাতের শতক ধারা
দিয়েছো সকাল সাঁঝে
পালিয়ে গেছো নিজের মতোই
সাজিয়ে রেখে বাসর ঘর ।।

              মৌসুমি সেন ।।



শব্দ -স্বীকৃতি (গান-১৪১)



সেই মেয়েটি নেই আর আমার জীবনে
হাতে পরেছে শাঁখা কপালে কুমকুম
সিঁদুর রাঙিয়েছে সিঁথিতে
আমি পারিনা তাকে ভুলতে
সে আজো আছে আমার মনের প্রিথিবিতে।।


তাকে এত ভালোবাসি
সেও বাসে আমাকে
চাওয়া গুলো একি ছিল
পাওয়া হারালো পলকে
তাকে ছাড়া পারিনা আমি
আমার সপ্ন সাজাতে।।


তাকে ভেবে বাঁধি আমি
বিরহের সুরে যত গান
আমার সবটাই তাকে ঘিরে
আনন্দ ব্যথা অভিমান
আমি হারিয়ে গেছি তার মাঝে
তাকে ছাড়া পারবোনা বাঁচতে ।।


           মৌসুমি সেন।।
               ২১/১২/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৪২)

যদিও আমি সপ্ন দেখেছি
আমার সপ্ন যেন হয়না বিফল
তাই শিয়রের বালিশটাকে
এপাশ ওপাশ করে নিয়েছি
আমি স্বপনটাকে সত্যি ভেবে নিয়েছি ।।

তুমি আমি আর সে
যাকে ভালোবেসে
কাটাতে সারা বেলা
সেই তোমারি চোখে দেখেছি আমি
আমার জন্য অবলীলা
জানিনা কখন কেমন করে
এতটা কাছে এসেছি ।।

তুমি আমি কাছে এসে
পাশা-পাশি বসে
তাকে নিয়েই গল্প করেছি
সেই গল্প থেকে অল্প কিছু
আমি ধার নিয়েছি
আমি এমন সপ্ন মনের মাঝে
তাই ঠাই দিয়েছি ।।


       মৌসুমি সেন
             ২১/০১/২০১০
 

Tuesday, September 27, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৩)

আমার মনের রক্ত গোলাপ
আমি তোমায় দিতে চাই
বিনিময়ে আমি তোমার মনের
রক্ত গোলাপ যেন পাই
এসো একি সাথে তুমি আমি
সপ্নের মাঝে হারাই ।।

মন দিয়ে চাই মনের সাড়া
পারলে দিও তুমি মন
তুমি আমার  প্রিয় বন্ধু
আমার আপনজন
এসো প্রেমের ঘাটে আনন্দের
সুখ তরী ভাসাই ।।

কথা দিয়ে পাই সুরের ছোঁয়া
হৃদয় দিয়ে হয় গান
একি সাথে বিন্দু বিন্দু
জমে ওঠে অভিমান
এসো আমরা দুজনে সুরে ছন্দে
হৃদয়ের গান শোনাই ।।

         মৌসুমি সেন ।।
            ০১/০৮/২০০৭

শব্দ -স্বীকৃতি (গান-১৪৪)

প্রথম দেখাতে তোমায়
ভালোলেগেছে
দ্বিতীয় দেখাতে মনে
আশা জেগেছে
ভালো লাগা মনে এসে
দোলা দিয়েছে ভালো লেগেছে।।

প্রতিটি  ক্ষণে ক্ষণে 
মনে পড়ে
নিলে তুমি অনুক্ষণে
মনটি কেড়ে
তৃতীয় দেখাতে বলো কি হোয়েছে
প্রেম জেগেছে নাকি নেশা ধরেছে ।।

নতুন করে আজ 
জানবো তোমায়
চিনবো নতুন করে
আমি আমায়
তার পরে দেখাতে কি হোয়েছে
বলবো কেমনে আমায় প্রানে মেরেছে ।।

         মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৪৫)

ঘর পুড়িলে ছাই হইয়া যায়
কপাল পোড়লে চারা
ভালো বাইসা  মন পুড়িলে
কেঁদে আত্মহারা ।।

বুকের পাজর ভেঙে গেলে
দেখে না তো কেউ
বেদনাতে মনের মাঝে
ওঠে যখন ঢেউ
কেঁদে কেঁদে হইলে সারা
জানে চোখের তারা ।।

মনের বাগান খালি হলে
ফুল ফোটে নারে
ঝরা ফুলে যায় না গাঁথা
মালা জায় যে ছিঁড়ে
মনে মনে লাগলে আগুন
নিন্দায় ভরে পাড়া ।।

       মৌসুমি সেন ।।
              ০৮/০৮/২০০৬

Thursday, September 22, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৬)

ও দয়ালরে 
আমায় একবার বলে যাও
কি দোষে আমারে তুমি
অকূলে ভাসাও ।।


দয়াল তোমার কেমন লীলা
দরিয়ায় ভাসিয়ে ভেলা
আকাশ ছেয়ে মেঘের মেলা
উল্টা বাতাস দাও ।।


জীবন তুমি দাও গো দয়াল
আবার কেড়ে নাও
তোমার খেলা একবার তুমি
আমারে বুঝাও ।।


দয়াল তোমার লীলা খেলা
বোঝার শক্তি দাও
বিনা দোষে কেনো তুমি
আমারে কাঁদাও ।।


      মৌসুমি সেন ।।
       ০৮/০৫/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১৪৭)

আমি বহুবার তোমাকে 
চেয়েছি জানাতে
হৃদয় আমার হয়েছে নিলাম
তোমাকে দেবার আর
কিছু বাকি নেই
সে কথাটি আজ জানিয়ে দিলাম ।।

তোমার চোখের জল বলছে আমায়
কতোটা দুঃখ আমি দিয়েছি তোমায়
তবুও বলবো আমি নিরুপায়
স্বার্থের কারনেই আমি চলে গেলাম ।।

আমাকে ভাবতে পারো তুমি স্বার্থপর
তুমিওতো দিয়েছো প্রেম বাধনিতো ঘর
একটি ঠিকানা করে নিতে তাই
এমন কঠিন দিক্ষা নিলাম ।।

             মৌসুমি সেন ।।
                    ১/১১/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৪৮)

আমি গাইবো আমার গীতে
মাকে আমার মনে পড়ে
হাজারো ভুলের মাশুল গুলো দিতে ।।

গান তো নয় এ আমার কথা
বুকে আমার জমে আছে 
সব হারানোর ব্যথা
আমি চাই যে ফিরে যেতে
মায়ের কোলে লুকিয়ে থেকে
মায়ের আদর পেতে ।।


আমি যাতনায় যে জ্বলে মরি
অচল হোয়েছে জীবন ঘড়ি
আমি বেঁধেছি গলায় বেড়ি
আমি চাই জড়িয়ে নিতে
মায়ের আদর শীতের চাদর
হার কাঁপানো শীতে ।।


        মৌসুমি সেন ।।
            ১৭/০৫/২০০৫
 

Monday, September 19, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৪৯)

আমি আর কাঁদতে চাইনা এখন
দুজনার আধখানি হৃদয়
ভাগ হোয়েছে যখন
চিতার আগুনে নেই আর ভয়
আধা আধি যোগ হলে
একটাই হয় ।।


কে কবে পুড়ে গেছে 
আধ খানি মন
সে ব্যথা ভুলে গেছি
পেয়েছি তোমায় স্বজন
হৃদয়ের আধখানি ভেঙেছে
যে প্রতারক
সে যেন দেখে যায়
মানিনি আমি  পরাজয় ।।

সে বঝেনিতো এই 
হৃদয়ের ভাষা
সে কারনে তাকে নিয়ে
এ মনে নেই আশা
অতীতের সৃতি আমি ভুলতে
খুঁজি যে কারন
সে যেন আর পায়না
সে কারন দেখার সময় ।।


        মৌসুমি সেন ।।
০৭/০৬/২০০৯


শব্দ -স্বীকৃতি (গান-১৫০)

তুমি হীন দিন কেটে যায়
এভাবে আমার 
তুমি নেই তুমি নেই
সে কথা ভাবতেই 
মন কেঁদে ওঠে বারে বার।।

তুমি ছিলে এই মনে
হৃদয়ের মাঝ খানে
গড়ে সপ্ন বাসর
চলে গেছো বহু দূরে
মিশে আছো সুরে
তোমার কারনে বুকে চেপেছি
ব্যথার পাহাড় ।।


রবে পাশে ভালবেসে
জীবনের বারোমাসে
বেঁধে সুখের ঘর
ভুলে যেতে চাই
কেনো তুমি নাই
পারিনা মানতে তুমি ছাড়া জীবন
বেঁচে থাকার ।।

              মৌসুমি সেন ।।

       ০২/০২/২০০৯

শব্দ -স্বীকৃতি (গান-১৫১)

ফেলে আসা দিন গেলো হারিয়ে
রেখে গেছে কিছু সৃতি
মনের অ্যালবামে বাজে কিছু
সাদা কালো সুরের গীতি
সে সুর আজো আমার মনে
ছড়ায় প্রেমের প্রীতি ।।

নেই আজ আমার ছেলে বেলা
নেই সেই খেলার মাঠ
চুকে গেছে জীবন থেকে
লেখা পড়ার পাঠ
লুকোচুরি খেলতে ডাকে না আর
পাশের বাড়ির মিনতি ।।

বারে বারে মনের কোনে আসে
ফেলে আসা কিশোর বেলা
খুঁজি ফিরি সৃতির মাঝে
সেই বৈশাখী মেলা
হাড়িয়ে গেছে জীবন থেকে মিনতি
কাকে জানাই হৃদের প্রনতি।।

           মৌসুমি সেন ।।

Sunday, September 18, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫২)

তুমি কি খেলায় মেতেছো
আমার মনটা  নিয়ে
কি এমন সুখ পেয়েছো
আমাকে কাঁদিয়ে ।।

আমি তো সইতে পারিনা
তোমার দেয়া ব্যথায়
মন আমার কেঁদে যায়
বুক ভরা বেদনায়
তোমাকে পাবো আমি কিবা দিয়ে ।।

আমি তো মানতে পারিনা
তোমার দেয়া শূন্যতা
মন ভেঙে যদি দিবে
কেনো দিয়েছিলে পূর্ণতা
অবেলায় দিলে তুমি আমাকে ফিরিয়ে ।।

            মৌসুমি সেন ।।
                ২৭/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১৫৩)

এত কাছে তুমি আর এসনা
ছলে বলে মন জুড়ে বসনা
কাছে আসা ভালবাসা
দায় যে শুধু যাতনা ।।

ভাবছি আমি তোমায় নিয়ে 
মনের দামে মন বিকিয়ে
যাবে তুমি কোন সুদূরে
খুঁজে আমি পাবোনা ।।

সুখে আমি ছিলাম আগে
এলে তুমি অনুরাগে
তুমি আমার মন নিয়েছো
দূরে যেতে দেবো না।।

যত ভাবি তোমায় নিয়ে
মনের মাঝেথাকো তুমি
আমার মনের সপ্ন কেড়ে
চুপটি করে থেকোনা ।।

       মৌসুমি সেন ।।
     ১৮/০৫/২০০৫

শব্দ- স্বীকৃতি (গান-১৫৪)

তুমি যদি কৃষ্ণ হও 
কলির কৃষ্ণ হইও
বাঁশির সুরে তুমি আমায়
রাধা নামে ডাকি ও।।

বৃন্দা বনের কৃষ্ণ তুমি
সখীদেরকে বলিও
প্রেম কাননে ফুল ফুটেছে
যমুনার জল আনিও
মাথায় দিয়ে ময়ূর পাখা
বাঁশির সে সুর সাধিও।।


কলির কৃষ্ণ হইও তুমি
রাধা আমায় বানাইও
ছলনাতে বাঁশি নিয়ে 
লুকিয়ে আমায় খুজিও
কলির কৃষ্ণ হয়ে আমায়
মিলন মালা পরাইও ।।


রাধার প্রেমের প্রেমিক তুমি
নাচে গানে ভুলিও
সখীদেরকে ফাঁকি দিয়ে
লুকিয়ে আমায় খুজিও
কলির কৃষ্ণ হয়ে আমায় 
মিলন মালা পরাইও ।।

    মৌসুমি সেন ।।





    

Saturday, September 17, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৫)

প্রেম প্রেম খেলা আর খেলনা
এ খেলার শেষ টা তো ভালোনা
শুরু টা যতই হোক হাঁসি খুশি
শেষ টা তো কান্না কপাল দোষী 
খেলনা খেলনা ............।


তুমি বড় শেয়ানা
ভাব করো দিওয়ানা
না বুঝিয়া মন আমি দেবোনা
তোমার খেলার সাথী 
আমি  হবোনা ।।


করোনা কো বাহানা
প্রেম আমি দেবনা
হৃদয় নিয়ে তুমি 
খেলা করোনা
ছলনাতে তুমি কারো 
মন কেড়োনা ।।


      মৌসুমি সেন 
        ১৪/০৫/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১৫৬)

পাষাণ বন্ধু তোমায় মনে পড়ে
চোখের পানি ঝরলে
অতীত আমার আসে ফিরে
তোমায় মনে পড়লে ।।


যাবে যদি ছেড়ে আমায়
জড়িয়ে প্রেমেরই মায়ায়
কেনো দূরে সরলে
মিছে প্রেমের জাল বুনিয়া 
আমায় দোষী করলে ।।


ভালো যদি নাই বাসিলে
বেদনাতে নাই কাঁদিলে
কেন কাছে ডাকলে
বন্ধু আমার মন কাড়িয়া
নয়ন জলে ভরলে ।।


      মৌসুমি সেন
      ২০/০১/২০০৫


 

শব্দ -স্বীকৃতি (গান-১৫৭)

তোমায় নিয়ে ভাবি যখন
লিখতে বসি আমি
তোমায় ভাবতেই ছন্দ মেলে
হীরার চেয়ে দামি
উদাস দুপুরে তুমি প্রিয়া
নিয়ছো যে আমার হিয়া ।।

আমার লেখার ছন্দ তুমি
আমার গানের সুর
রেখেছি এ অন্তরে তোমায় 
হারিয়ে যেওনা দূর
সকাল সাজে প্রতিটি সময়
কাছে রেখো আমায় প্রিয়া ।।

তুমি এসেছো এই জীবনে
বসন্ত বীথিকায়
পাশে থেকো মরনে তুমি
জ্বলে ধুপ শিখায়
আমি চির সুখে ঘুমিয়ে থেকেও
পাই যেন তোমায় প্রিয়া ।।

     মৌসুমি সেন 
        ১৪/০৫/২০০৫

Friday, September 16, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৫৮)

তুমি কত সহজেই পারলে
আমাকে ভুলতে
কতো যন্ত্রণা সয়েছি
যদি তুমি জানতে
অনুশোচনায় তুমিও কি জ্বলতে ।।

কি খেলায় মেতেছো তুমি
বেদনায় জ্বলছি আমি
একবার তুমি তো পারতে
আমার যন্ত্রণা বুঝতে
দেখে যেতে পারছিনা
একা পথ চলতে ।।

তুমি পারনি আমায় মানতে
পারনি বুকেতে টানতে
এসেছিলে কেন তবে বলো
হৃদয় নিয়ে খেলতে
এ খেলার অবসান হবেনা
পারনি তা কেন বলতে ।।

    মৌসুমি সেন
      ২৮/০৮/২০০৫ 

শব্দ -স্বীকৃতি (গান-১৫৯)

আবার কাঁদবো দুজন ভালো বেসে
কান্নার জলে ভিজে ভিজে
প্রেমের স্রোতে যাবো ভেসে
আমার হাতে রাখো যদি হাত এসে।।

মন যে বাঁধন হীন
মানেনা কোন নিয়ন্ত্রণ 
তোমার ঐ চোখের ইশারায়
করো যখন নিমন্ত্রন
অনুভুতির আগুনে পুড়ে হই ছাই
হৃদয় যখন হৃদয় মেশে ।।

প্রেম তো এমনই হয়
করেনা লোক লাজ ভয়
নিন্দুকের নিন্দা অপবাদকে
করে সে যে জয়
অনুমানে হৃদয় নগর ঘোরে
বুকের মাঝে থাকে অবশেষে ।।

        মৌসুমি সেন
            ০৭/০৬/২০০৯

শব্দ -স্বীকৃতি (গান-১৬০)

তুমি কাছে এলে
প্রনয়ে জড়ালে
এত সুখ দিয়ে মনে
আগুন ধরালে ।।

হারিয়ে গেছি আমি
সুখের সাগরে
ছুটে আসি তাই বারে বার
তোমারি  দ্বারে 
মিলনের মধুমালা
আমাকে পরালে ।।



তোমার মাঝে আছে
অমৃত সুধা 
তাই তোমার মাঝে খুঁজি
বিনোদিনী রাধা
তোমারই  প্রেমানলে
আমায় পোড়ালে ।।

       মৌসুমি সেন ।।
   

শব্দ -স্বীকৃতি (গান-১৬১)

তারারা ফুল হয়ে
 সাজিয়ে রেখেছে
চাঁদের বাসর ঘর
সীমানায় দাড়িয়ে দেখছে
দুরন্ত বৈশাখী ঝড় ।।

তারারা মিটি মিটি জ্বলে
সাজিয়ে বাসর পালঙ্ক
আলো আর আধারীর খেলায়
ধরা পড়ে চাঁদের কলঙ্ক
রাত জাগা পাখিদের সুরের ছোঁয়ায়
চাঁদ জেগে রয় রাত ভর ।।

জোছনা ভরা এই রাতে
মেঘেরা  করেনা গর্জন
চাঁদ তারা সকলেই মিলে
 করে মধুর আলিঙ্গন
উড়ে উড়ে জোনাকিরা ছুটে বেড়ায়
মধু রাতে দিক দিকান্তর ।।

           মৌসুমি সেন
                 ১৪/১০/২০০৬

শব্দ -স্বীকৃতি (গান-১৬২)

টেলিফোনে  বাজলো  রিং
বলছি তুলে হ্যালো
শুনতে পেলাম বলছে কেউ
তোমায় বাসি ভালো
ভালো বাসার কথা শুনে
হৃদয় এলোমেলো ।।


ঘুম আসেনা এখন আমার
ভর দুপুর রাতে
মন চায় যখন তখন 
থাকতে তার সাথে
আজ কেনো বাজলো না রিং
হায় প্রাণটা বুঝি গেলো ।।


দিন কাটে না এখন আমার
তার কথাই ভেবে
বুকটা করে উথাল পাতাল
কখন যে রিং বাজবে
এই বুঝি বাজল রে রিং
ইস লাইনটা কেটে গেল ।।


           মৌসুমি সেন
        ০৭/০৫/২০০৭
 

Wednesday, September 14, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬৩)

শ্যাম বাজারে গেলাম আমি
শ্যামের দেখা নাই
প্রেম বাজারে তোমায়আমি
খুজিয়া বেড়াই ।।

ব্রজের বাঁশি বে্জে ওঠে
আমার অন্তরে
দিন কাটে না এখন আমার
প্রেমের মন্তরে
তাই রাধার মতো বিরহের গান
গেয়ে আমি যাই ।।


বাঁশের বাঁশি রাধা নামে
ডাকলে আমারে
তোমার প্রেমেই হতাম পাগল
চাইনা শ্যামেরে
রাখবো ধরে এ বুকেতে
যেন না হারাই ।।


     মৌসুমি সেন
            ১০/০৫/২০০৭




 

শব্দ -স্বীকৃতি (গান-১৬৪)

ভালোবেসে কাছে এলেই যখন
কাছে থেকো আমার হয়ে সারা জীবন
কথা দিলাম বন্ধু তোমায়
দেবো তোমায় আমার এই মন ।।

ভোরের পাখির গান শুনে 
ভাঙবে তোমার ঘুম
আমি ছুটে যাবো তোমার কাছে
মানবোনা শনি রবি সোম
দুটি মন এক হোলে
ভালোবেসে হারাবো দু'জন।।


যখন সাঝের বেলা পাখি
ফিরবে আপন নীড়ে
আমি থাকবো তোমার কারনে
যমুনার ঢেউ গুনে তার ঐ তীরে
তুমি আমি মিশে যাবো
স্রোতের ধারার মতন ।। 


       মৌসুমি সেন ।।
        ১২/০৫/২০০৭




 

শব্দ -স্বীকৃতি (গান-১৬৫)

ওরে আমার অবুঝ মন
তুই অবুঝ হয়ে থাকবি
যখন তখন বায়না ধরে
পালাতে না পারবি
বুকের খাঁচায় রাখুম তোরে
উড়াল নাহি দিবি।।

আসুক যত তোর কাছে
সপ্ন ভরা রাত
কথা দে তুই যাবি না কভু
ছেড়ে আমার হাত
দুঃখ সুখে তোর বুকেতে
আমায় ঠাই দিবি ।।

ডাকুক যত সুখপাখি
সাজিয়ে বাসর
কোনো দিনও করিস নে যেন
আমারে তুই পর
সপ্ন যত আমায় দিয়ে
সুখের ঘর বাঁধিবি ।।


      মৌসুমি সেন ।।
       ১৫/০৭/২০০৭

Tuesday, September 13, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৬৬)

কি যে আমার হোল
ভালোবাসা লাগেনা ভালো
বেদনার আগুনে পুড়ে পুড়ে
হৃদয়টা করতে কালো
বড় বেশি লাগে যে ভালো।।

যে আমাকে আপন ভাবে 
তারে করি পর
যে আমাকে ঘৃণা করে
হৃদয় করে বালুচর
তার কথা ভেবে ভেবেই
হই আমি এলোমেলো।।

যে আমারে সুখী করে
সেই পায় দুঃখ
যে আমায় বেদনায়
ভেঙে করে উন্মুখ
আমি ছুটি তার পিছুই
যে আমায় নিঃস্ব করে দিল।।

      মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৬৭)

তুই আমার একটাই তুই
মন বলে তোকে ছুঁই
তুই জানিস নাকি জানিস না
তুই মানিস নাকি মানিস না
আমার মনের আকাশ জুড়ে
একটাই সেই তুই ।।

তুই আমার জানের জান
তুই আমার প্রানের প্রান
তোর মাঝেই দিয়েছি সঁপে
এই দেহ প্রান মন
তোর মাঝে দেখি ভুবন
একটাই তুই প্রিয়জন ।।

তুই আমার পহেলা বৈশাখ
তুই তো বসন্ত উৎসব
তুই আমার মৌনতা 
তুই মুখর কলরব
তোর মাঝেই দেখি পৃথিবী
তুইতো আমার সব ।।

    মৌসুমি সেন
       ৩১/০৩/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৬৮)

পারো যদি আমাকে ভুলে যেও
সৃতি যত মন থেকে মুছে দিও
অনুযোগ রেখনা আমার প্রতি
জীবনের যা কিছু হয়েছে ক্ষতি
পারো যদি সামলে নিও ।


লুকোচুরি মন নিয়ে করোনা 
    কানাকানি
বদনাম হয়ে যাবে তখনি
  হলে জানাজানি
পারো যদি এ অনুরোধ
         মেনে নিও।।




সুর ছোঁয়া কথা যদি পায়
      প্রান গানে
ভেবনা সেখানে খুঁজে পাবে
   জীবনের মানে
পারো যদি একবার 
   ভেবে নিও।।


       মৌসুমি সেন


              ৩০/০৩/২০১০



 

শব্দ -স্বীকৃতি (গান-১৬৯)

এখনো সাধ হয়
ভালোবাসা জাগে এই মনে
তোমাকে পেতে চায় মন
জীবনের সংগোপনে ।।

এখনো সাধ হয়
তোমাকে কাছেতে ডাকি
তোমাকেই ভেবে ভেবে
প্রতিরাত জেগে থাকি
এখনো হৃদয় ওঠে ঝড়
তোমায় ভেবে কারনে অকারনে ।।

এখনো সাধ হয়
তোমাকে শুধু ভালোবাসি
এ বুকে বিরহ নিয়ে
তোমার কাছে আসি
এখনো বাসনা জাগে মনে
আদরে জড়াতে দু"জন ।।

         মৌসুমি  সেন ।।
               ২২/০৩/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৭০)

তুমি কাছে ডাকলে
   পৃথিবী সুন্দর লাগে
তুমি পাশে থাকলে
    হৃদয়ে সপ্ন জাগে
তাই তোমাকে ছারা লাগেনা ভালো
বর্ণিল বসন্ত তুমিহীন কা্লো ।।

তোমায় দেখলেই দেখি
সোনালি সকাল
তোমায় ভাবলেই ভাবি
গোধূলি বিকাল
তোমায় নিয়েই আমার যত আশা
আঁধারে তুমিই আলো ।।

তোমাকে নিয়েই গড়ি
    সপ্নিল আগামী
তোমার জন্যই এ মনে
    হাজারো পাগলামি
তোমায় নিয়েই হাজারো কল্পনা
     আমায় করে এলোমেলো ।।


           মৌসুমি সেন
                 ১৬/০৩/২০১০
 

Sunday, September 11, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৭১)

অতীত কে মুছে দিয়ে তুমি
     কেমন করে নিয়েছো
নতুনকে বরন করে
সে কথা জানতে চায় মন বারে বারে।।


লোকের মুখে শুনেছি
     ভালো আছো তুমি
কাটছে সুখেই তোমার সময়
    তোমার সুখের কথা শুনতেই
দু' চোখ আমার ভিজে যায়
     জানিনা সে জল ঝরে
সুখে নাকি বেদনায়  ।।

কতো না সৃতি মনেতে
   এসে করে ভীড়
বুকেতে বাজে তাই বিষাদের সুর
   কি করে যে কাটে তোমার দিন
জানতে বড় সাধ হয়
    কি ভাবে জীবনকে তুমি
করেছো ওগো মধুময় ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৭২)

তুমি কৃষ্ণ হতে পারো যদি
  আমি হবো তোমার রাধা
তুমি আদম হতে পারো যদি
    হাওয়া হতে নেই আমার বাধা।।

জনম জনম বাসতে ভালো
    আসবো পৃথিবীতে
হাসবো সুখে ভাসবো দুঃখে
     দু'জন এক সাথে
ভাগা ভাগি করবো সমান
     তুমি আধা আমি আধা ।।

জীবন মরন জড়াবো দুজন
  প্রেমের বাঁধনে
যুগের পরে আসবে যুগ
   সৃষ্টির কারনে 
দুটি জীবন এক সুরেতে
   থাকবে সাথে গাঁথা ।।


    মৌসুমি সেন ।।
     ৩০/০১/২০১০

শব্দ -স্বীকৃতি (গান-১৭৩)

হাজার রঙেতে মন রাঙাইয়া
   চলে যায় উর্বশী প্রেম শিখাইয়া
চায়না সে তো আর পেছন ফিরে
    পাড়ার ছেলেদের নজর কেড়ে ।।

রঙ জিন্সের প্যান্ট পরিয়া
    মহানগর সে দেখে ঘুরিয়া
রুপের নেসায় তার মাতাল করে
    কাঁচা টাকার  নোট পকেট ভরে ।।

সং সেজে জীবনের বারো মাসে
    কাটায় জীবন আবার হেসে হেসে
মাতাল মাতাল চোখে চেয়ে
      শত সপ্নের বাড়ি গড়ে ।।

          মৌসুমি সেন ।।

Friday, September 9, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৭৪)

যেমন পুড়ে পুড়ে 
    সোনা খাটি হয়
তেমন ভালো বেসে আমি
    হয়ে গেছি ক্ষয়
আমার চোখের জল 
    মিথ্যে হবার নয় ।।

নিভে গেছে মনেরি আলো
   কেনো তুমি বাসনি ভালো
চলে গেছে যে সময় 
     হাড়িয়ে হেলায় ।।

কেঁদে কেঁদে হয়েছি সারা
     বলে দেয় চোখেরই তারা
কতো সুখী হয়েছো 
  কাঁদিয়ে আমায় ।।

       মৌসুমি সেন।।
            ০৯/০৫/২০০৬

শব্দ -স্বীকৃতি (গান-১৭৫)

অল্প অল্প করে তুমি
     কাছে এসেছো
গল্প করার ছল করিয়া
      জুড়ে বসেছো
আমার অন্তরেতে সুখের বাসা
        তুমি বেধেছো ।।

তুমি আমার মনের ঘরে
     এসেছিলে কোন সে ঝরে
মনে কি তা রেখেছো
      ভালো করে একবারো কি
          আমায় দেখেছো ।।

তুমি বন্ধু বড়ই চতুর
   প্রেমের নামে করে ফতুর
মৃদু হাঁসি হেসেছো
       কেমন ভালো বন্ধু তুমি
            আমায় বেসেছো ।।

         মৌসুমি সেন ।।
            ২০/০৫/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১৭৬)

ফুল বাগানে এসে তুমি 
     ভুল করেছো নিজে
মন বাগানে আসো যদি 
      নেবো তোমায় খুঁজে ।।


মন বাগানের শাখায় শাখায়
       ফুটবে প্রেমের ফুল
সেই ফুলের কাঁটার জ্বালায়
      খুঁজবে তোমার কূল
         থাকো হৃদয় মাঝে ।।


মন আসনের পুজোর থালার
      প্রথম ফুলটি তুমি
চাষ অভাবে কাঁদছে আমার
      মনের জায়গা জমি
           মন লাগেনা কাজে ।।

       মৌসুমি সেন ।।

Wednesday, September 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৭৭)

আমি এবারেও বুঝি হারলাম
        এ আমার পরাজয় জানলাম
তাই গোপনে আমি কাঁদলাম ।।


লুকিয়ে রেখেছি আমি 
      জনতার মাঝে
লুকিয়ে রেখেছি আমি
     সমাজের মাঝে
লুকাতে পারিনি শুধু বিবেকের কাছে
বিবেক কাঁদছে তাই কাঁদলাম ।।


আমি শপথ নিয়েছি
    এইবার তাইতো
কিছুতেই কখনো হার 
   মানবোনা তো
এবারে আমি তাই সে শপথ  নিলাম
পরাজয় গ্লানি কে দূরে সরালাম ।।


          মৌসুমি সেন
               ০২/০৫/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-১৭৮)

বাসো যদি একটু ভালো
      মনটা  তবে নিও
প্রেমের চিঠি নীল খামেতে
     রেজিস্ট্রি করে দিও
জানতে চেও মিষ্টি করে
     কেমন আছো প্রিয় ।।

সাগর কূলে আসলে তোমায়
   মুক্ত মালা দেবো
নীল পাহাড়ে আসো যদি
     আপন করে নিবো
ভোরের সপ্নে আমায় নিয়ে
     সুখের ঘর বাধিও ।।


তোমায় নিয়ে চাঁদের দেশে
      যাবো হানিমুনে
দিন কাটে না রাত কাটে না
       কল্পনার জাল বুনে
তারার দেশে বাসর হবে
      সাবধানে আসিও ।।

           মৌসুমি সেন ।।
               ১৪/০৭/২০০৬

Tuesday, September 6, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৭৯)

আমি চোখের দৃষ্টিতে নয়
  মনের দৃষ্টিতে দেখেছি তোমায়
চোখের দৃষ্টিতে আছে হারানোর ভয়
    মনের দৃষ্টির নেই কোন ক্ষয় ।।

যে চোখে রঙ্গিন সপ্ন থাকে
      সে চোখের দৃষ্টি কালো
মনের দৃষ্টি দেখেনিতো কেউ
       কেমনে জলে তার আলো
আমি মনের দামে মন
         করতে চাই ক্রয় ।।


যে চোখে কাজল আঁকে
   সে চোখে আছে নীল
মনের আকাশ আপন সাজে
       করে শুধু ঝিলমিল
তাই আমি মনের দামে
       মন করেছি বিক্রয়  ।।


         মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৮0)

এখনি যেওনা চলে ও প্রিয়জন
    সাঁঝের আঁধার কেটে জোছনা আসুক
চাঁদের পালকি চড়ে জোনাকি হাসুক
      নির্জন প্রহরে থাকো আরো কিছুখন।।

ঝি ঝি পোকার ডাকে
       ভাঙবে যখন নির্জনতা
তোমার মাঝেই খুঁজবো
          আমি তখন নির্ভরতা
দুচোখে রাখবো বেঁধে 
     কিছু  সৃতির আলোড়ন  ।।

চাঁদের সাথে হবে
   যখন রাতের সমঝোতা
তোমার মাঝেই খুঁজবো
     প্রেমের সকল অমরতা
মিলন আবেগে জড়িয়ে
       আঁকবো ভালবাসার আলাপন ।।

         মৌসুমি সেন  ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৮১)

মরুভূমির মতো ছিল হৃদয় আমার
  তোমার পরশে ফুটেছে সেথা
          প্রেমের রক্ত গোলাপ
আমি   বোঝাতে চেয়েছি যতবার
তুমি বলেছো  পাগলের প্রলাপ ।।

তোমার পাথর মনে ফোটেনি
      কখনো প্রেমের ফুল
ভালবাসা মানে হৃদয়ের কান্না
বুঝিয়েছো আমায় নির্ভুল
তুমি বলতো তবে এই প্রেম নিয়ে
মাঠে বন্দরে চলে কেনো এতো আলাপ ।।


মানতে চাওনি তুমি  কখনো
      জীবনে প্রেমই সত্য
ভালবাসার মন চায়না তাইতো
              জীবনে অনেক বিত্ত
তবে কি কারনে তুমি শোণোনি বলো
আমার অন্তরের এই বিরহ বিলাপ ।।


             মৌসুমি সেন ।।







শব্দ -স্বীকৃতি (গান-১৮২)

আমি যন্ত্রণার প্রেমে পড়েছি
      তাই দুঃখ বুকে সীমাহীন
তাই যন্ত্রণার কাছে দিনে দিনে
     বেড়ে গেলো আমার ঋণ 
তাকে জড়াতে ও পারিনা তাড়াতেও পারিনা
  এ আমার অপরাধ ক্ষমাহীন ।।



কখন যেন বুকের মাঝের
খোলা  জায়গাটায়
যন্ত্রণার এই বীজ বুনেছি
    আমি হয়ে অসহায়
তাকে ছাড়া চলতেও পারিনা বলতেও পারিনা
 তবু মন তার কাছে হোল অধীন  ।।




তার কথা ভেবেই আমার 
  হৃদয় পুড়ে  ক্ষয়
যন্ত্রণার এই বাঁধন যেন
    মানেনা পরাজয়
তাকে কাছে টানতেও পারিনা ভুলতেও পারিনা
হৃদয়ে বাজে তাই বিষের বীণ ।।


         মৌসুমি সেন ।।



 

Monday, September 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৩)

কতো যে  কষ্ট আমার বুকের ভিতরটায়
   প্রতিদিন প্রতিক্ষণ মনের আঙিনায়
             তার সৃতি আমায় কাদায়
                বড়ই দুর্ভাগা আমি
   কাটেনা দিন আমার পরম মমতায়।।

   চুরি ফিতা আলতা আমি
       কিনিকিনি কতো দিন
খিল খিল সেই হাঁসির শব্দ
      সৃতিতে ভাসে প্রতিদিন
কতো রঙ  বেরঙের হাড়ি পাতিল
দেখেছি আজো বৈশাখী মেলায় ।।


আজ দিন আমার কাটে
     শুধু বিরহ যাতনায়
যতবার যাই আমি বৈশাখী মেলায়
      কিনবো কার জন্য আজ চুড়ি
 বোন আমার হারিয়ে গেছে
       কাটে আমার দিন তারি ভাবনায়।।

                মৌসুমি সেন ।। 

শব্দ- স্বীকৃতি ( গান- ৮৪)

আমি সপ্ন রঙিন  পৃথিবীতে
          ঝরে যাওয়া ফুল
সাত সমুদ্র পাড়ি দিলাম
          পেলাম না তো কূল
আমি সারা জীবন করে গেলাম
         ভুলের ওপর ভুল  ।।


ভুলের সাথে বসত করি
       ভুলের মালা গলায় পরি
ভুলের প্রাসাদ এই জীবনে
        শিকর ছড়ায় মূল
আমি ভুলের বোঝা মাথায় নিয়ে
  কানেতে পরি দুল  ।।


ভুলের ঘরে বসত করি
     ভুলের মাঝেই বাই  তরী
গভীর সাগরের অতল তলে
        হারাই  আমি কূল 
আমি ভুলের মালা গলায় পরে
      খোঁপায় বাধি চুল ।।


           মৌসুমি সেন ।।

Sunday, September 4, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৫)

রাতের আকাশ চাঁদে মাখা সূর্য কিরন
           সবুজ পৃথিবী ছায়া ঢাকা ফুলোবন
তার মাঝ খানে তোমার আমার এই
              গোপন গোপন বিচরণ ।।
জানে জানুক সাঁঝের প্রদীপ
  দেখুক এক আকাশ তারা
তোমায় আমায় নিয়ে গেয়ে উঠুক গান
রাত জেগে থাকা পাখিরা
ভোর হতেই দেখি যেমন 
সূর্যের সাথে পৃথিবীর মিলন ।।

বোঝে বুঝুক দখিনা পবন
   আসুক শত ঝড়ের বেগে
প্রেমের জলধারায় ভিজবো দুজন
         জড়াবো মধুর আবেগে
যেমন জড়ায় আল আঁধার 
     আমরাও জড়াবো তেমন  ।।

           মৌসুমি সেন  ।।
      
http://mousumisen.blogspot.com

Saturday, September 3, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৬)

              আমি অন্ধ সেজেই বন্ধ দুয়ার রাখবো
                        আমি অনুমানের জলছবিতে
                   তোমার ছবি আঁকবো
               যদি তোমার মনে না থাকে
                            দন্ধ প্রতি দন্ধ ।।


                  আমি অনুমানের সিঁড়ি বেয়ে
                            তোমার কাছে আসবো
                কখনো আবেগে  আপ্লুত হয়ে
                                    দুচোখের জলে ভাসবো
                   আবার কখনো তোমার বুকে মাথা রেখে
                            নেবো ভালবাসার  গন্ধ  ।।


               আমি অনুতাপের আগুনে পুড়ে
                           ভালবেসে একা মরবো
               কখনো মনের দৃষ্টি টুকু
                        একান্ত গোপন করবো
            তোমার হাতে হাত রেখেই আমি
                লিখবো প্রেমের প্রবন্ধ  ।।


              মৌসুমি সেন  ।।

Friday, September 2, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৮৭)

                            ফাগুন ঝরানো সন্ধ্যা ওগো
                                     আর দখিনা বাতাস
                             কানে কানে চুপিসারে
                                         দিয়ে গেছো যে আভাস
                                 আমি ভেবে হই আকুল
                                             হৃদয় আরও ব্যকুল
                              আমি জেনে বুঝেই মেনে নিলাম
                                          আমার সর্বনাশ ।।

                               কোকিলের কুহুতান
                                  মনে ধরায় অভিমান
                         কেন নিয়তি আমার ভাগ্য নিয়ে
                                       করে এই অভিযান
                             আমি সে কথা ভেবেই ফেলি
                               আবার  কখনো দীর্ঘশ্বাস ।।

                              সময়ের এই ব্যবধান
                                    চায় যদি  কোন অনুদান
                             আমি সে দানের দিব দিক্ষা
                                        তুমি চাও যদি প্রতিদান
                              আমি তেমন কোন ঝড়ের যেন
                                               পেয়েছি পূর্বাভাস ।।

                                        মৌসুমি সেন ।।
                                      

                                           
                                     

শব্দ- স্বীকৃতি(গান-১৮৮)

 এমন করে হয়তো একদিন
     হারিয়ে যাবো আমি
  কি কারনে কতো অভিমানে
      জানবেনাকো তুমি
ভূল  বোঝনা বন্ধু ওগো
   কেমন আছি জেনে দেখো
হৃদয় আমার কেমন করে
      হোল শ্মশান পুরী ।।


চন্দন কাষ্ঠে বাধা আষ্ঠে পৃষ্ঠে
   ধূপের গন্ধ পাবে তুমি
হৃদয় তোমার কেঁদে কেঁদে
      হবে মরুভূমি
দুচোখের নোনাজলে
  পুড়ে প্রেমানলে
থাকবে আমার সৃতি
তোমাতেই জুড়ি ।।

অশ্রুতে সিক্ত হয়ে করবে আত্মসুদ্ধি
 চিতার আগুনে পুরে হবো ছাই
        আমার চিতায় চোখ রাখতেই
দেখবে আমি নাই
             হারিয়ে যাবো ঐ সুদূরে
     থাকবোনা আর আমি তোমারি ।।


                   মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-১৮৯)

     ভালোবাসার উষ্ণতাতে
        এ হৃদয় গড়ো তুমি
আবার ভাঙো প্রতিদিন
      আমার চাওয়া  কুয়াশায় ঢাকা
          হয়না তা সপ্ন রঙিন ।।

   নিয়মের মাঝেই হয় অনিয়ম
           যে ভাবে মনের অজান্তে
  ছোট্ট জীবনের বড় কিছু ভুল
           সে ভাবেই হয় মানতে
   কখনো আঁধার হারায় জোছনায়
মেঘে ঢাকে সূর্য প্রখর দিন  ।।


   জীবনের মাঝেই খোঁজে  জীবন
      হৃদয় হোয়ে বেপরোয়া
  সে জীবনে যত সব আশা
      কিছুতেই যায়না  তা ছোঁয়া
  আমার সুখ থেমে আছে তোমাতেই
   মন তাই এত উদাসীন ।।

         মৌসুমি সেন ।।