তুমিও কি তাই ভেবে নিয়েছো
আমায় তুমি নিঃস্ব করে দিয়েছো
তাই বুঝি তুমি বিজয়ের হাঁসি হেসেছো।।
রবির প্রখরতায় আমি জ্বলেছি
চাঁদের আলোতেও হেসেছি
রবি ওঠে পুবের আকাশে
করেনা কৃপণটা প্রকাশে
রাতের আধাঁর চাঁদের আলোকে তারাতে পারে
এমন হতে কি দেখছো??
আকাশ আর সাগর কি জানতো
দুজনার আছে দুটি প্রান্ত
ওড়াও যে দুজনে অজান্তে
মিশে আছে একি সীমান্তে
সাগরের জলে আর আকাশের রঙে
কতটা তফাৎ পেয়েছো??
মৌসুমি সেন
২১/০৪/২০০৫
No comments:
Post a Comment