Saturday, November 5, 2011

শব্দ- স্বীকৃতি(৬৯)

অন্যায়ের অবিচারের প্রতিবাদে
ধরে রাখা যায়নি কোন প্রতিরোধে
সেই তো মা বাবার আদরের খোকা
অন্যায়ের বিরুদ্ধে হয়েছিলো একরোখা
বজ্র কণ্ঠ হোয়ে দিয়ে গেছে হুংকার
বঙ্গবন্ধু নামে চেনে তাকে জগত সংসার।।

সমাধি তার জেগে আছে সৃতিতে।
জ্বালাময়ী ভাসন আজো মানুষের অস্তিত্তে
আসবেনা ফিরে সেই মহান নেতা
যাবেনা মুছে তার ত্যাগের কথা
আজো বেজে ওঠে ভাষণের সে হুংকার
ভয় পেওনা হোক হানাদার যতই ভয়ংকর ।।

সারাটি জীবনই করে গেছে সংগ্রাম
ইতিহাস কি দিয়েছে তার এনাম
ঘাতক তাকে দেয়নি পরিত্রান
যায়নি মুছে শিশু রাসেলের শুকনো রক্তের ঘ্রান
বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির অংকার
বাংলার খাঁটি সোনা বাংলার অলংকার।।
       
              মৌসুমি সেন
                       ২৬/০৭/২০০৭














                                                  

No comments:

Post a Comment