কোন পিরিতে মজে রাধা
হইলো শ্যামের রাই
আমার প্রেমে শত বাঁধা
ওগো দয়াল সাঁই ।।
অষ্ট সখী আমায় ঘিরে
পরান তবু বাঁধে নারে
আমি এ দিক ও দিক চাই
তুমি হবে নাকি সখী
আমার বিনদীনি রাই ।।
সান বাঁধানো ঘাটে বসি
পঞ্চ সখী কাছে আসি
মনের ময়লা ওঠায় ঘষি
আমার রাই তো সেথায় নাই
আমি রাই খুঁজে বেড়াই।।
মৌসুমি সেন।।
No comments:
Post a Comment