আমি নিস্তবতার মাঝে খুঁজেছি
তোমার মনের লুকিয়ে থাকা সুখ
আমি নীরবতার কাছে জানতে পেরেছি
সেথায় লুকানো অন্ন্য মনের অসুখ।।
আমি পূর্ণতা খুঁজেছি তোমার মাঝে
ঠিকানা খুঁজে পাইনি
তোমার নিদারুন যাতনার কথা
জানতেও আমি পারীনি
যতবার চেয়েছি জানতে তোমায়
তুমি আমায় করেছো বিমুখ।।
অন্য মনের অসুখ নিয়ে তুমি
নীশি জেগে কাঁদো প্রতিরাত
তোমার ব্যথায় অচেতন ভাবনায়
সুখে কাটে না আমার প্রভাত
একবার ও চাওনি জানতে আমায়
হৃদয় চোখ করোনি দিমুখ।।
মৌসুমি সেন ।।
তোমার মনের লুকিয়ে থাকা সুখ
আমি নীরবতার কাছে জানতে পেরেছি
সেথায় লুকানো অন্ন্য মনের অসুখ।।
আমি পূর্ণতা খুঁজেছি তোমার মাঝে
ঠিকানা খুঁজে পাইনি
তোমার নিদারুন যাতনার কথা
জানতেও আমি পারীনি
যতবার চেয়েছি জানতে তোমায়
তুমি আমায় করেছো বিমুখ।।
অন্য মনের অসুখ নিয়ে তুমি
নীশি জেগে কাঁদো প্রতিরাত
তোমার ব্যথায় অচেতন ভাবনায়
সুখে কাটে না আমার প্রভাত
একবার ও চাওনি জানতে আমায়
হৃদয় চোখ করোনি দিমুখ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment