Wednesday, November 2, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭৬)

 শাসন বেড়ির শেকল আমি 
পড়েছি পায় 
তবু হৃদয় আমার চায় 
পারবেকি ভালো বাসতে আমায় ।।

হৃদয়ের তৃষ্ণা মেটাতে
নিজেকে করেছি ক্ষয়
মানবো না তাই আমি 
কোন কিছুতেই পরাজয়
কাদবোনা এই আমি একা নিরালায় ।।

জীবনের খেলা ঘরেতে
হোলনা আমার জয়
পারিনী তো সুখী হোতে
মন ভরেছে হতাশায়
হারবোনা তবু আমি ব্যথা বেদনায় ।।

              মৌসুমি সেন ।।
                ২৭/০৪/২০০৬

No comments:

Post a Comment