Tuesday, November 8, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৮)

আমার সমুদ্র দেখতে ভীষণ ইচ্ছে হয়
আবার মনের মাঝে কেমন লাগে ভয়
আমার ইচ্ছে টুকু পূর্ণ যখন হয়
সমুদ্র আমায় মাতাল করে দেয় ।।

সমুদ্রের উত্তাল ঢেউ এসে
আমায় ভিজিয়ে দিয়ে গেছে
দুঃখ শুধু আমার মনের
নীল শাড়িটির আঁচল ছিড়ে গেছে
ভেজা ভেজা শাড়ির সাথেই  হলো পরিনয় ।।

আমি সুর সাগরে ভেসে
তোমায় খুঁজছি কতো দেশে
দুঃখ শুধু আমার মনের
মাঝ রাতের সেই সপ্ন ভেঙ্গে গেছে
আমার ভেবে ভেবেই ভোরের সপ্ন
রোদে পুড়ে ক্ষয় ।।

        মৌসুমি সেন ।।
   ২৬/০৬/২০০৬

No comments:

Post a Comment