বন্ধু আমায় বারে বারে
মিস কল মারে
মিস কল পেয়ে পরান আমার
আনচান আনচান করে ।।
বন্ধুর সনে কথা বলি
ঘণ্টার পর ঘণ্টা
রসের রসের কথা শুনে
ভরে যায় মনটা
মোবাইল কার্ড প্রতিদিনই
কিনি দু' চারটা
হিসেব মিলিয়ে দেখি
বাজে আমার বারোটা ।।
বন্ধু আমায় ম্যাসেজ পাঠায়
জানায় ভালোবাসা
সেই ম্যাসেজ পড়ে আমার
মনে জাগে আশা
বন্ধু তুমি কবে দিবা
আমায় ডাইরেক্ট কল
তোমার বাড়ি কবে নিবা
চোখে ঝরে জল ।।
মৌসুমি সেন ।।
১৪/০৪/২০০৫
মিস কল মারে
মিস কল পেয়ে পরান আমার
আনচান আনচান করে ।।
বন্ধুর সনে কথা বলি
ঘণ্টার পর ঘণ্টা
রসের রসের কথা শুনে
ভরে যায় মনটা
মোবাইল কার্ড প্রতিদিনই
কিনি দু' চারটা
হিসেব মিলিয়ে দেখি
বাজে আমার বারোটা ।।
বন্ধু আমায় ম্যাসেজ পাঠায়
জানায় ভালোবাসা
সেই ম্যাসেজ পড়ে আমার
মনে জাগে আশা
বন্ধু তুমি কবে দিবা
আমায় ডাইরেক্ট কল
তোমার বাড়ি কবে নিবা
চোখে ঝরে জল ।।
মৌসুমি সেন ।।
১৪/০৪/২০০৫
No comments:
Post a Comment