Thursday, November 10, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৪)




আমার জীবনে তুমি  এসেছিলে
বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায়
অপলক নয়নে দেখেছিলে
বলনি তুমি ভালোবাসো আমায়।।

হাতে হাত রেখে তুমি
হৃদয় দিলে জাগিয়ে
বোবা  হয়ে গেছি আমি
ছন্দ গেছে যে হারিয়ে
বিজলীর চমকে আল আধারিতে
বুঝিনী কেটে গেছে কতোটা সময়।।

কোমল হাতের পরশে তুমি
কাছে নিলে আমাকে
অনুভুতির ছোঁয়ায় জরিয়ে
ছুঁয়ে গেছো হৃদয়কে
ভেসেছি দুজনে সুখের জলধারায়
ঝিরি ঝিরি সেই বরসায়।।
   
মৌসুমি সেন

1 comment: