তোমার বাড়ি আমার বাড়ির
মধ্যে অনেক দূর
আকাশ মাটির মতই তবু
হৃদয় ওঠে সুর
দুই দিগন্তে দু জন থাকি
মধ্যে সমুদ্দুর।।
পাগলা হাওয়া মাতাল হলে
ধরার বুকে ঝড়ে বৃষ্টি
তোমার প্রেমে আমি পাগল
তাইতো প্রেমের সৃষ্টি
বুকের পাঁজর খুঁজে ফেরে
সীমানা কতদুর।।
আকাশ তাহার আকর্ষণে
পায় যে মাটির গন্ধ
ধরা দেয়না মাটির বুকে
তবু সে প্রেম আন্ধ
আকাশ মাটির নিবিড় প্রেমে
পৃথিবী ভরপুর।।
মৌসুমি সেন
০৫/০৫/২০০৭
No comments:
Post a Comment