এখনো তোমার স্মৃতি মনে পড়ে
একাকী যখন আমি থাকি ঘরে
ফেলে আসা অতীতের স্মৃতি কথা
বুকেতে জমে ওঠা দারুন ব্যথা
শ্রাবণের জল হয়ে সে কেবলি ঝরে ।।
গভীর নিশি রাতে চুপিসারে
গোপনে আসতে তুমি যমুনা পাড়ে
রাতজাগা পাখিদের ঘুম পাড়িয়ে
আমায় বুকে নিতে জড়িয়ে
বেদনা হয়ে সে স্মৃতি মনে পড়ে ।।
জোছনা রাতে তুমি জানালা পাশে
হাড় কাঁপানো শীতে পৌষ মাসে
শাড়ির আঁচলে নিতে আমাকে জড়িয়ে
অনুভূতির জাল তুমি দিতে ছড়িয়ে
তুমি ভুলে গেছো সে স্মৃতি কেমন করে ।।
মৌসুমি সেন ।।
২২/০৮/২০০৫
একাকী যখন আমি থাকি ঘরে
ফেলে আসা অতীতের স্মৃতি কথা
বুকেতে জমে ওঠা দারুন ব্যথা
শ্রাবণের জল হয়ে সে কেবলি ঝরে ।।
গভীর নিশি রাতে চুপিসারে
গোপনে আসতে তুমি যমুনা পাড়ে
রাতজাগা পাখিদের ঘুম পাড়িয়ে
আমায় বুকে নিতে জড়িয়ে
বেদনা হয়ে সে স্মৃতি মনে পড়ে ।।
জোছনা রাতে তুমি জানালা পাশে
হাড় কাঁপানো শীতে পৌষ মাসে
শাড়ির আঁচলে নিতে আমাকে জড়িয়ে
অনুভূতির জাল তুমি দিতে ছড়িয়ে
তুমি ভুলে গেছো সে স্মৃতি কেমন করে ।।
মৌসুমি সেন ।।
২২/০৮/২০০৫
No comments:
Post a Comment