মেনেছে হার মেনেছে ঐ চোখের কাছে
আকাশের নীল
আকাশের বিশালতা সে চোখের কাছে
যেন অমলিন
এক আকাশ তারারা তাই বুঝি
করছে মিছিল ।।
তোমাকে ছাড়া তাই মিথ্যে মনে হয়
সূর্য ভরা সকাল
তোমাকে ছাড়া ভাবতে পারিনা আমি
বিষণ্ণ গোধুলি বিকাল
তোমাকে ছাড়া বাঁধতে পারিনা সুর
পাই না খুঁজে ছন্দের অন্ত্য-মিল ।।
তোমাকে ছাড়া চলবো কি করে একা
অরন্য ঘেরা বন
তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা তাই
ভাবে এই অশান্ত মন
তোমাকে ছাড়া জোছনার চাঁদ ও
লাগেনা আলোয় ঝিলমিল ।।
মৌসুমি সেন ।।
আকাশের নীল
আকাশের বিশালতা সে চোখের কাছে
যেন অমলিন
এক আকাশ তারারা তাই বুঝি
করছে মিছিল ।।
তোমাকে ছাড়া তাই মিথ্যে মনে হয়
সূর্য ভরা সকাল
তোমাকে ছাড়া ভাবতে পারিনা আমি
বিষণ্ণ গোধুলি বিকাল
তোমাকে ছাড়া বাঁধতে পারিনা সুর
পাই না খুঁজে ছন্দের অন্ত্য-মিল ।।
তোমাকে ছাড়া চলবো কি করে একা
অরন্য ঘেরা বন
তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা তাই
ভাবে এই অশান্ত মন
তোমাকে ছাড়া জোছনার চাঁদ ও
লাগেনা আলোয় ঝিলমিল ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment