যে প্রেম দেয়না এনে নির্ভরতা
যে প্রেম নিয়ে আসে শুধু
কলংকের বারতা
সে প্রেম আমি চাইনা
প্রেম হোলিলন দুটো হৃদয়ের
মিলন সূতায় বাঁধা একাত্মতা ।।
ভাবনার মায়া জালে বাঁধা রবে
এক মন এক প্রান
একই সুরে উঠবে বেজে
হৃদয় বীনার গান
আমি খুঁজে ফিরি তেমন প্রেমের
মিলন পবিত্র তা ।।
কামনায় পুড়ে যায়না যেন
দুঃখ সুখের বেড়াজাল
পুড়ে যেন যায়না কভু
প্রেমের অনলে কপাল
প্রেম মানে বেঁচে থাকার প্রেরনা
জীবনের সমঝোতা ।।
মৌসুমি সেন ।।
২০/০৮/২০০৭
যে প্রেম নিয়ে আসে শুধু
কলংকের বারতা
সে প্রেম আমি চাইনা
প্রেম হোলিলন দুটো হৃদয়ের
মিলন সূতায় বাঁধা একাত্মতা ।।
ভাবনার মায়া জালে বাঁধা রবে
এক মন এক প্রান
একই সুরে উঠবে বেজে
হৃদয় বীনার গান
আমি খুঁজে ফিরি তেমন প্রেমের
মিলন পবিত্র তা ।।
কামনায় পুড়ে যায়না যেন
দুঃখ সুখের বেড়াজাল
পুড়ে যেন যায়না কভু
প্রেমের অনলে কপাল
প্রেম মানে বেঁচে থাকার প্রেরনা
জীবনের সমঝোতা ।।
মৌসুমি সেন ।।
২০/০৮/২০০৭
No comments:
Post a Comment