Tuesday, November 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭৮)

আমি বৃষ্টি চোখের দৃষ্টি নিয়ে
তোমায় দেখেছি
আমি সুখের ঘরে আগুন জ্বেলে
পথে নেমেছি
আমি শাওন ধারায় ভিজতে নেমে
ঠিকানা হারিয়েছি ।।

আমি বৃষ্টি ভেজা পথের ধারে
তোমায় দেখেছি
আমি আমায় ভুলে গিয়ে শুধু
তোমায় খুঁজেছি
আমি সকল জ্বালা ভুলবো বলেই
ভিজতে নেমেছি।।


আমি সৃষ্টি সুখে আমার মাঝে 
তোমায় পেয়েছি
আমি জীবন পথের যাত্রী হয়ে 
হেরে গিয়েছি
আমি সকল সৃতি পেছনে ফেলে
হাসতে শিখেছি ।।


             মৌসুমি সেন ।।



No comments:

Post a Comment