Tuesday, November 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭৭)

আমি অস্তাচলের সূর্য নিয়ে
সপ্ন দেখিনা 
আমি উদীয়মান ভোরের সূর্যের
আলো ও পাইনা
ঘুম ভাঙানি পাখির ডাকে
আমার ঘুম তো ভাঙে না
ভর দুপুরে রোদের তাপে
আমার হৃদয় ও  পোড়েনা ।।

নিশি জেগে থাকি আমি
ঘুম তো আসেনা
তারায় ভরা রাতের আকাশ
সে ও তো জানেনা
অপেক্ষাতে কাটে আমার রাতের প্রহর
জানিনা তাই কখন আসে পাখি ডাকা ভোর
অষ্ট প্রহর প্রশ্ন থাকে উত্তর মেলেনা ।।

ক্লান্ত মনে পথ চলি
হৃদয় ও মানেনা
রোদে ভরা অসীম  আকাশ
খবর ও রাখেনা
ভর দুপুরে চোখে আমার ভরা অশ্রু জল
জানিনা কখন আসে পরন্ত বিকাল
হতাশ হৃদয় ভেবে মরে বাধা তো মানেনা ।।

               মৌসুমি সেন।।
            ০২/০৯/২০০৭

No comments:

Post a Comment