Saturday, November 5, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭০)

মাঝ্ রাতে জানালায় বৃষ্টির চুম
বাতাসে দুলে বেড়ায় 
নয়নে জড়িয়ে ঘুম
ফিরে এলো বরষা ঝুম ঝুম ঝুম
পড়াতে এলো না প্রিয় কুম কুম ।।


রিম ঝিম বৃষ্টির শব্দ
হৃদয় মাতাল তবু স্তব্দ
ফুরালো বুঝি এই মধু ক্ষণ
এলো না এলো না প্রিয়
নিয়ে মৌসুম ।।


বৃষ্টি নুপুর বাজে অঙ্গে
রুনু ঝুনু রুনু ঝুনু ঢঙ্গে
আমি জাগি চাঁদ জাগে
অথচ এলো না প্রিয়
নিয়ে  মৌসুম ।।


       মৌসুমি সেন ।।


 

No comments:

Post a Comment