সাগর কূলে গেলাম আমি
ঝিনুক কুড়াতে
মুক্ত মালা নিয়ে তুমি
আমায় ঘুরাতে
আমি ঝিনুক খুঁজতে মুক্ত পেয়ে
সাজাই নিজেকে ।।
দেখো সূর্য ডোবার পরে
ঐ চাঁদের হাঁসি ঝরে
তারা গুলো জ্বলে ঝলমলে
আমি চাঁদের হাঁসি তারার মাঝে
খুঁজি তোমাকে ।।
বিজলি চমকায় মেঘ ঘর্ষণে
আষাঢ় শ্রাবন যায় বর্ষণে
ঝর ঝর বৃষ্টি ঝরে
জোয়ার যখন উছলে পড়ে
আমি আষাঢ় শ্রাবণ জোয়ার টানে
ভাসাই নিজেকে ।।
মৌসুমি সেন ।।
২৮/০৪/২০০৫
ঝিনুক কুড়াতে
মুক্ত মালা নিয়ে তুমি
আমায় ঘুরাতে
আমি ঝিনুক খুঁজতে মুক্ত পেয়ে
সাজাই নিজেকে ।।
দেখো সূর্য ডোবার পরে
ঐ চাঁদের হাঁসি ঝরে
তারা গুলো জ্বলে ঝলমলে
আমি চাঁদের হাঁসি তারার মাঝে
খুঁজি তোমাকে ।।
বিজলি চমকায় মেঘ ঘর্ষণে
আষাঢ় শ্রাবন যায় বর্ষণে
ঝর ঝর বৃষ্টি ঝরে
জোয়ার যখন উছলে পড়ে
আমি আষাঢ় শ্রাবণ জোয়ার টানে
ভাসাই নিজেকে ।।
মৌসুমি সেন ।।
২৮/০৪/২০০৫
No comments:
Post a Comment