হাজার ভাইয়ের রক্ত দানায়
বাংলাদেশের মাটির কনায়
জেগে উঠুক বীর বাঙ্গালির প্রান
নতুন করে গাইবো মোরা
স্বাধীনতার গান ।।
স্বাধীনতা তুমি এসেছো বাংলায়
বছর বছর ধরে
সুখে দুঃখে আছো তুমি
আমাদের সাথী করে
মোরা বাঙ্গালি বলতে গেলেই
গাই তোমারি গান ।।
যুদ্ধ আমি দেখিনাই তবু
শুনেছি মায়ের মুখে
তোমার জন্য দামাল ছেলেরা
অস্র নিয়েছে সুখে
স্বাধীনতা শোন তোমার জন্য
বাংলা মায়ের গান ।।
মৌসুমি সেন ।।
১৪/০৪/২০০৫
No comments:
Post a Comment