ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা
আর মিষ্টি রোদের হাঁসি
অশান্ত বাতাসে দূরে কোথায়
রাখাল ছেলে বাজায় বাঁশী
বৃষ্টির ছন্দে নাচে মন আনন্দে
মাঠ ঘাট ওঠে জলে ভাসি ।।
ধান শুকাবে তাই মা ডেকেছে
মিষ্টি রোদও উঁকি দিয়েছে
ধান নিয়ে আয় তারা তারি
উঠনেতে নেমে পরী
হঠাথ ঝম ঝম বৃষ্টি
রয়না ঘরে আমার এ মন
বাঁশীর সুরে মাঠে ছুটে আসি।।
মন আমার তাই ছুটে গিয়েছে
দুষ্ট রাখাল সুর তুলেছে
চঞ্চলা মন নিয়ে বৃষ্টিতে ভিজে গিয়ে
ফেরাতে পারিনি আমি দৃষ্টি
বায়না করি মধুর সুরের
হৃদয় দিয়ে হবো হৃদয় দাসী ।।
মৌসুমি সেন।।
গানটা আমার ভাল লেগেছে আমি কি কপি করতে পারি.....
ReplyDelete__________________________________________
আমি তাতে সুর দিব...........