Thursday, November 10, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৫)


আমি ততদিনি পৃথিবীতে থাকবো
যতদিন তুমি  ভালবাসবে
সেদিনই মরন হবে আমার
যেদিন তুমি পর ভাববে ।।

তোমার মাঝে খুজি আমি
বিশ্বাসের মিলন মালা
যেখানে কখনো ভুলের আগুনে
হৃদয় ধরাবেনা জ্বালা
বিশ্বাসের সুতোয় তোমাকে আমি
রাখবো আমরন বেঁধে
তুমি শুধু তুমি আমারই থাকবে।।

মনের সাথে মনের আমি
করে নিয়েছি সন্ধি
থাকবো তোমারি হৃদয়ে আমি
সাত পাকে হব বন্দি
নিঃশ্বাসেতে রাখবো তোমায় ধরে
হারাতে দেবনা দূর
তুমি শুধু তুমি আমারি থাকবে।।
মৌসুমি সেন
১৯/০৮/২০০৭

No comments:

Post a Comment