কুয়াশার চাদর খুলে দেখি
মেঘের আভরন
খুঁজে পেলাম মেঘের রঙে
শ্যামলা মেয়ের রূপের বরন
আলতা রাঙা পায়ে এঁকে গেছে
ভালবাসার আলাপন ।।
মুখমুখি হয়ে গেলে মেঘ
মিলন আনন্দে ঝরায় বরষন
ভেজা শাড়ী আরে ভেজা চুলে
ভেজা চোখের পাপড়ি খুলে
রুনু ঝুনু ঝুনু বাজায় নুপুর নিক্কন
আমি খুঁজে ফিরি তার
আলতা রাঙা সে চরন।।
ঝির ঝিরে মাতাল হাওয়ায়
ঝন ঝন চুড়ির শব্দ শোনা যায়
এলো মেলো বাতাসে ছন্দ আসে
মন ছুটে যায় সুরের আবেশে
আমি সেই মেঘ বরন মেয়েটির কথা
আজ ও ভাবি যখন
অশ্রুতে ভরে ওঠে দুনয়ন।।
মৌসুমি সেন।।
No comments:
Post a Comment