Monday, November 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬৩)




পাথরে ঠুকে ঠুকে মাথা
আমার কপাল কেটেছে
কাপেনি পাথর তবু
রক্ত চাঁদরে ঢেকেছে ।।

প্রদীপ আলো  দিয়ে
আঁধার তারায়
আলোর শিখা হয়ে
নিজেকে পোড়ায় ।।


গন্ধ ছড়াতে ধুপ
নিজেকে পোড়ায়
প্রতিদান পায়না তবু
সুবাস ছড়ায় ।।

   ২৩/১২/২০০৫


No comments:

Post a Comment