Thursday, November 3, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭১)

এই মৌসুমি মন নিয়ে বসে আছি
কত শনি রবি বার
তবু দেখা পে্লাম না তার
গেলো কত শাওন ভাদর
পেরিয়ে গেলো আঠারো বছর ।।


আঠারোটি ফাগুন এলো জীবনে
বসন্ত আসেনাই
হৃদয় হোলো ফেরারী আসামি
কেঁদে ফিরি তাই
কেঁদে কেঁদে হয়েছি কাতর
জড়াতে পারীনি আজো প্রেমের আদর ।।


সময় স্রোতের ধারায় এসে
বসন্তকে যদি খুঁজে পাই
কেমন করে লড়বো আমি 
জীবনের লড়াই
মন আমার হয়েছে পাথর
জড়াতে পারিনি প্রেমের চাদর ।।


          মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment