Monday, November 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬২)



পাষাণ পুরীতে যাবনা আর
বাথার কাজল পরতে
পরশ পাথর পেয়াছি আমি
প্রেমের মহল গড়তে ।।


অবহেলায় খুলবো না  দ্বার
অনাদরে কাঁদবো না আর
চাইবনা  ঘর বাঁধতে
পরশ পাথর পেয়েছি আমি
প্রেমের মহল  গড়তে। ।


মুরীচিকায়  খুঁজবো না সুখ
আলেয়াতে বাঁধব না বুক
চাইবো না দ্বীপ জ্বালতে
পরশ পাথর পেয়েছি  আমি
প্রেমের মহল গড়তে ।।

    ০১/০১/২০০৬




No comments:

Post a Comment