আমার বিশ্বাসের ঘরে তুমি
আগুন জ্বেলে দিলে
হৃদয় টাকে ছিদ্র করে
তুষের আগুন জ্বেলে
তোমার মত বন্ধু যেন
আর কারো না মেলে ।।
দিনের পরে দিন কেটেছে
তোমার ছলা কলায়
বুঝিনি তো সবি ছিলো
তোমার মিছে বলায়
আমায় নিঃস্ব করে দিয়ে তুমি
সুদুরে হারালে ।।
রাতের পরে রাত কেটেছে
প্রেমের দ্বীপ জ্বালিয়ে
তোমায় ভালো বেসে ছিলাম
হিসেব না মিলিয়ে
আমার বিশ্বাস টুকু মাটি দিয়ে
কত সুখী হলে ।।
মৌসুমি সেন ।।
আগুন জ্বেলে দিলে
হৃদয় টাকে ছিদ্র করে
তুষের আগুন জ্বেলে
তোমার মত বন্ধু যেন
আর কারো না মেলে ।।
দিনের পরে দিন কেটেছে
তোমার ছলা কলায়
বুঝিনি তো সবি ছিলো
তোমার মিছে বলায়
আমায় নিঃস্ব করে দিয়ে তুমি
সুদুরে হারালে ।।
রাতের পরে রাত কেটেছে
প্রেমের দ্বীপ জ্বালিয়ে
তোমায় ভালো বেসে ছিলাম
হিসেব না মিলিয়ে
আমার বিশ্বাস টুকু মাটি দিয়ে
কত সুখী হলে ।।
মৌসুমি সেন ।।
No comments:
Post a Comment