Monday, November 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬৪)




আজকের শিশু দেবে নতুন প্রজন্ম
সুন্দর আগামীর অঙ্গীকার
আজকের শিশুই একদিন দেবে নেতৃত্ব
খুঁজে নেবে নাগরিক অধিকার ।।

অসুস্থতায় বঞ্চিত হাজারো শিশু
নেই তাদের জন্য  ডাক্তার
বিত্তবানদের কাছে প্রশ্ন রাখি
নেই কি এর কন প্রতিকার?


প্ল্যাটফর্মে দাড়িয়ে থাকা আজকের শিশু
বয়ে বেড়ায়  ভারী সুটকেস
ক্ষুধার জ্বালায় ঘুরে পথে পথে
কবে হবে এ দিনের শেষ ।।

        মৌসুমি সেন                                              

No comments:

Post a Comment