Sunday, November 6, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬৭)


গাণ-৬৭

জানি কোণো সম্পর্কের সুতোয়
বাঁধা ণেই তোমার আমার মণ
তবু তোমারি কারণে হৃদয় কেণো ব্যাকুল
পায়ণা খুঁজে বেকোড়োণ।।


মায়ার জালে জড়িয়ে নিজেকে
কেঁদেছি দিন রাত্রি
পথ চলছি একসাথে
হোয়ে সহযাত্রী
অধিকার ভূলে অভিমানে কখনো
দুচোখ ভরেছি জলে অকারণ ।।


কথার জালে জড়িয়ে নিজেকে
চলেছি পাশাপাশি
হাজারো সৃতি মণে কোরে আজো
চোখের জলেতে ভাসি
জীবনের অংক মিলাতে তাই
করেছি শত ভুলের সমীকরণ ।।
                     

                   মৌসুমি  সেন ।।

No comments:

Post a Comment