আমার অবুঝ মন বদলে দিয়েছো তুমি
বুঝিয়েছো বাস্তবতা
কৌতূহল ছিলো যত আমার ভেঙ্গেছো তুমি
দিয়েছো নীরবতা
আজ তোমাকে ছাড়া ভাবতে পারিনা
তুমি জানো কি তা ।।
শিখিয়েছো তুমি চলতে বলতে
বুঝিয়েছো যা কিছু সুন্দর
কোন খেয়ালে দিয়েছি আমি যে
আমার সারা অন্তর
মনের সাথে মনের হোলো দেয়া নেয়া
হলো হৃদয়ের সমঝোতা ।।
দিয়েছিলে আরো বাঁচার সপ্ন
শুনিয়েছ আশার যত বানী
মন আমার বাঁধা পড়েছে
হয়েছি তোমার কাছে ঋণী
জীবন যেন আজ সে কারনেই
তোমাতেই খোঁজে পূর্ণতা ।।
মৌসুমি সেন ।।
বুঝিয়েছো বাস্তবতা
কৌতূহল ছিলো যত আমার ভেঙ্গেছো তুমি
দিয়েছো নীরবতা
আজ তোমাকে ছাড়া ভাবতে পারিনা
তুমি জানো কি তা ।।
শিখিয়েছো তুমি চলতে বলতে
বুঝিয়েছো যা কিছু সুন্দর
কোন খেয়ালে দিয়েছি আমি যে
আমার সারা অন্তর
মনের সাথে মনের হোলো দেয়া নেয়া
হলো হৃদয়ের সমঝোতা ।।
দিয়েছিলে আরো বাঁচার সপ্ন
শুনিয়েছ আশার যত বানী
মন আমার বাঁধা পড়েছে
হয়েছি তোমার কাছে ঋণী
জীবন যেন আজ সে কারনেই
তোমাতেই খোঁজে পূর্ণতা ।।
মৌসুমি সেন ।।
অনেক সুন্দর লিখেছ তুমি...............
ReplyDeletehttp://ahridwan.blogspot.com/2011/11/blog-post.html