Thursday, November 10, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৪)




আমার জীবনে তুমি  এসেছিলে
বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায়
অপলক নয়নে দেখেছিলে
বলনি তুমি ভালোবাসো আমায়।।

হাতে হাত রেখে তুমি
হৃদয় দিলে জাগিয়ে
বোবা  হয়ে গেছি আমি
ছন্দ গেছে যে হারিয়ে
বিজলীর চমকে আল আধারিতে
বুঝিনী কেটে গেছে কতোটা সময়।।

কোমল হাতের পরশে তুমি
কাছে নিলে আমাকে
অনুভুতির ছোঁয়ায় জরিয়ে
ছুঁয়ে গেছো হৃদয়কে
ভেসেছি দুজনে সুখের জলধারায়
ঝিরি ঝিরি সেই বরসায়।।
   
মৌসুমি সেন

শব্দ -স্বীকৃতি (গান-(৫৫)


আমি ততদিনি পৃথিবীতে থাকবো
যতদিন তুমি  ভালবাসবে
সেদিনই মরন হবে আমার
যেদিন তুমি পর ভাববে ।।

তোমার মাঝে খুজি আমি
বিশ্বাসের মিলন মালা
যেখানে কখনো ভুলের আগুনে
হৃদয় ধরাবেনা জ্বালা
বিশ্বাসের সুতোয় তোমাকে আমি
রাখবো আমরন বেঁধে
তুমি শুধু তুমি আমারই থাকবে।।

মনের সাথে মনের আমি
করে নিয়েছি সন্ধি
থাকবো তোমারি হৃদয়ে আমি
সাত পাকে হব বন্দি
নিঃশ্বাসেতে রাখবো তোমায় ধরে
হারাতে দেবনা দূর
তুমি শুধু তুমি আমারি থাকবে।।
মৌসুমি সেন
১৯/০৮/২০০৭

শব্দ -স্বীকৃতি (গান-(৫৬)


কোন পিরিতে মজে রাধা
হইলো শ্যামের রাই
আমার প্রেমে শত বাঁধা
ওগো দয়াল সাঁই ।।

অষ্ট সখী আমায় ঘিরে
পরান তবু বাঁধে নারে
আমি এ দিক ও দিক চাই 
তুমি হবে নাকি সখী
আমার বিনদীনি রাই ।।

সান বাঁধানো ঘাটে বসি
পঞ্চ সখী কাছে আসি
মনের ময়লা ওঠায় ঘষি
আমার রাই তো সেথায় নাই
আমি রাই খুঁজে বেড়াই।।
   মৌসুমি সেন।।

শব্দ -স্বীকৃতি (গান-(৫৭)

আমার বিশ্বাসের ঘরে তুমি
আগুন জ্বেলে দিলে
হৃদয় টাকে ছিদ্র করে
তুষের আগুন জ্বেলে
তোমার মত বন্ধু যেন
আর কারো না মেলে ।।

দিনের পরে দিন কেটেছে
তোমার ছলা কলায়
বুঝিনি তো সবি ছিলো
তোমার মিছে বলায়
আমায় নিঃস্ব করে দিয়ে তুমি
সুদুরে হারালে ।।

রাতের পরে রাত কেটেছে
প্রেমের দ্বীপ জ্বালিয়ে
তোমায় ভালো বেসে ছিলাম
হিসেব না মিলিয়ে
আমার বিশ্বাস টুকু মাটি দিয়ে
কত সুখী হলে ।।

       মৌসুমি সেন ।।

Tuesday, November 8, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৮)

আমার সমুদ্র দেখতে ভীষণ ইচ্ছে হয়
আবার মনের মাঝে কেমন লাগে ভয়
আমার ইচ্ছে টুকু পূর্ণ যখন হয়
সমুদ্র আমায় মাতাল করে দেয় ।।

সমুদ্রের উত্তাল ঢেউ এসে
আমায় ভিজিয়ে দিয়ে গেছে
দুঃখ শুধু আমার মনের
নীল শাড়িটির আঁচল ছিড়ে গেছে
ভেজা ভেজা শাড়ির সাথেই  হলো পরিনয় ।।

আমি সুর সাগরে ভেসে
তোমায় খুঁজছি কতো দেশে
দুঃখ শুধু আমার মনের
মাঝ রাতের সেই সপ্ন ভেঙ্গে গেছে
আমার ভেবে ভেবেই ভোরের সপ্ন
রোদে পুড়ে ক্ষয় ।।

        মৌসুমি সেন ।।
   ২৬/০৬/২০০৬

শব্দ -স্বীকৃতি (গান-(৫৯)


হাজার  ভাইয়ের রক্ত দানায়
বাংলাদেশের মাটির কনায়
জেগে উঠুক বীর বাঙ্গালির প্রান
নতুন করে গাইবো মোরা
স্বাধীনতার গান ।।

স্বাধীনতা তুমি এসেছো বাংলায়
বছর বছর ধরে
সুখে দুঃখে   আছো তুমি
আমাদের সাথী করে
মোরা বাঙ্গালি বলতে গেলেই 
গাই তোমারি গান ।।

যুদ্ধ আমি দেখিনাই তবু
শুনেছি মায়ের মুখে
তোমার জন্য দামাল ছেলেরা
অস্র নিয়েছে সুখে
স্বাধীনতা শোন তোমার জন্য
বাংলা মায়ের গান ।।

        মৌসুমি সেন ।।
            ১৪/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-(৬০)

 

তোমার বাড়ি আমার বাড়ির
মধ্যে অনেক দূর
আকাশ মাটির মতই তবু
হৃদয় ওঠে সুর
দুই দিগন্তে দু জন থাকি
মধ্যে সমুদ্দুর।।


পাগলা হাওয়া মাতাল হলে
ধরার বুকে ঝড়ে বৃষ্টি
তোমার প্রেমে আমি পাগল
তাইতো প্রেমের সৃষ্টি
বুকের পাঁজর খুঁজে ফেরে
সীমানা কতদুর।।

আকাশ তাহার আকর্ষণে
পায় যে মাটির গন্ধ
ধরা দেয়না মাটির বুকে
তবু সে প্রেম আন্ধ
আকাশ মাটির নিবিড় প্রেমে
পৃথিবী ভরপুর।।

     মৌসুমি সেন
                  ০৫/০৫/২০০৭

Monday, November 7, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬১)



কুয়াশার চাদর খুলে দেখি
মেঘের আভরন
খুঁজে পেলাম মেঘের রঙে
শ্যামলা মেয়ের রূপের বরন
আলতা রাঙা পায়ে এঁকে গেছে
ভালবাসার আলাপন ।।


মুখমুখি হয়ে গেলে মেঘ
মিলন আনন্দে ঝরায় বরষন
ভেজা শাড়ী আরে ভেজা চুলে
ভেজা চোখের পাপড়ি খুলে
রুনু ঝুনু ঝুনু বাজায় নুপুর নিক্কন
আমি খুঁজে ফিরি তার
আলতা রাঙা সে চরন।।

ঝির ঝিরে মাতাল হাওয়ায়
ঝন ঝন চুড়ির শব্দ শোনা যায়
এলো মেলো বাতাসে ছন্দ আসে
মন ছুটে যায় সুরের আবেশে
আমি সেই মেঘ বরন মেয়েটির কথা
আজ ও ভাবি যখন
অশ্রুতে ভরে ওঠে দুনয়ন।।

       মৌসুমি সেন।।

শব্দ -স্বীকৃতি (গান-(৬২)



পাষাণ পুরীতে যাবনা আর
বাথার কাজল পরতে
পরশ পাথর পেয়াছি আমি
প্রেমের মহল গড়তে ।।


অবহেলায় খুলবো না  দ্বার
অনাদরে কাঁদবো না আর
চাইবনা  ঘর বাঁধতে
পরশ পাথর পেয়েছি আমি
প্রেমের মহল  গড়তে। ।


মুরীচিকায়  খুঁজবো না সুখ
আলেয়াতে বাঁধব না বুক
চাইবো না দ্বীপ জ্বালতে
পরশ পাথর পেয়েছি  আমি
প্রেমের মহল গড়তে ।।

    ০১/০১/২০০৬




শব্দ -স্বীকৃতি (গান-(৬৩)




পাথরে ঠুকে ঠুকে মাথা
আমার কপাল কেটেছে
কাপেনি পাথর তবু
রক্ত চাঁদরে ঢেকেছে ।।

প্রদীপ আলো  দিয়ে
আঁধার তারায়
আলোর শিখা হয়ে
নিজেকে পোড়ায় ।।


গন্ধ ছড়াতে ধুপ
নিজেকে পোড়ায়
প্রতিদান পায়না তবু
সুবাস ছড়ায় ।।

   ২৩/১২/২০০৫


শব্দ -স্বীকৃতি (গান-(৬৪)




আজকের শিশু দেবে নতুন প্রজন্ম
সুন্দর আগামীর অঙ্গীকার
আজকের শিশুই একদিন দেবে নেতৃত্ব
খুঁজে নেবে নাগরিক অধিকার ।।

অসুস্থতায় বঞ্চিত হাজারো শিশু
নেই তাদের জন্য  ডাক্তার
বিত্তবানদের কাছে প্রশ্ন রাখি
নেই কি এর কন প্রতিকার?


প্ল্যাটফর্মে দাড়িয়ে থাকা আজকের শিশু
বয়ে বেড়ায়  ভারী সুটকেস
ক্ষুধার জ্বালায় ঘুরে পথে পথে
কবে হবে এ দিনের শেষ ।।

        মৌসুমি সেন                                              

Sunday, November 6, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৬৫)


ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটা
আর মিষ্টি রোদের হাঁসি
অশান্ত বাতাসে দূরে কোথায়
রাখাল ছেলে বাজায় বাঁশী
বৃষ্টির ছন্দে নাচে মন আনন্দে
মাঠ ঘাট ওঠে জলে ভাসি ।।

ধান  শুকাবে তাই মা ডেকেছে
মিষ্টি রোদও উঁকি  দিয়েছে
ধান নিয়ে আয় তারা তারি
উঠনেতে নেমে পরী
হঠাথ ঝম ঝম  বৃষ্টি
রয়না ঘরে আমার এ মন
বাঁশীর সুরে মাঠে ছুটে আসি।।

মন আমার তাই ছুটে গিয়েছে
দুষ্ট রাখাল সুর তুলেছে
চঞ্চলা মন নিয়ে বৃষ্টিতে ভিজে গিয়ে
ফেরাতে পারিনি আমি দৃষ্টি
বায়না করি মধুর সুরের
হৃদয় দিয়ে হবো হৃদয় দাসী ।।

  মৌসুমি সেন।।

শব্দ -স্বীকৃতি (গান-(৬৬)


তুমিও কি তাই ভেবে নিয়েছো
আমায় তুমি নিঃস্ব করে দিয়েছো
তাই বুঝি তুমি বিজয়ের হাঁসি হেসেছো।।

রবির প্রখরতায় আমি জ্বলেছি
চাঁদের আলোতেও হেসেছি
রবি ওঠে পুবের আকাশে
করেনা  কৃপণটা প্রকাশে
রাতের আধাঁর চাঁদের আলোকে তারাতে পারে
এমন হতে কি দেখছো??

আকাশ আর সাগর কি জানতো
দুজনার আছে দুটি প্রান্ত
ওড়াও যে দুজনে অজান্তে
মিশে আছে একি সীমান্তে
সাগরের জলে আর আকাশের রঙে
কতটা তফাৎ পেয়েছো??
          
                   মৌসুমি সেন
                          ২১/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-(৬৭)


গাণ-৬৭

জানি কোণো সম্পর্কের সুতোয়
বাঁধা ণেই তোমার আমার মণ
তবু তোমারি কারণে হৃদয় কেণো ব্যাকুল
পায়ণা খুঁজে বেকোড়োণ।।


মায়ার জালে জড়িয়ে নিজেকে
কেঁদেছি দিন রাত্রি
পথ চলছি একসাথে
হোয়ে সহযাত্রী
অধিকার ভূলে অভিমানে কখনো
দুচোখ ভরেছি জলে অকারণ ।।


কথার জালে জড়িয়ে নিজেকে
চলেছি পাশাপাশি
হাজারো সৃতি মণে কোরে আজো
চোখের জলেতে ভাসি
জীবনের অংক মিলাতে তাই
করেছি শত ভুলের সমীকরণ ।।
                     

                   মৌসুমি  সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-(৬৮)

 আমি নিস্তবতার মাঝে খুঁজেছি
তোমার মনের লুকিয়ে থাকা সুখ
আমি নীরবতার কাছে জানতে পেরেছি
সেথায় লুকানো অন্ন্য মনের অসুখ।।


আমি পূর্ণতা খুঁজেছি তোমার মাঝে
ঠিকানা খুঁজে পাইনি
তোমার নিদারুন যাতনার কথা
জানতেও আমি পারীনি
যতবার চেয়েছি জানতে তোমায়
তুমি আমায় করেছো বিমুখ।।


অন্য মনের অসুখ নিয়ে তুমি
নীশি জেগে কাঁদো প্রতিরাত
তোমার ব্যথায় অচেতন ভাবনায়
সুখে কাটে না আমার প্রভাত
একবার ও চাওনি জানতে আমায়
হৃদয় চোখ করোনি দিমুখ।।
   
         মৌসুমি সেন ।।
 

Saturday, November 5, 2011

শব্দ- স্বীকৃতি(৬৯)

অন্যায়ের অবিচারের প্রতিবাদে
ধরে রাখা যায়নি কোন প্রতিরোধে
সেই তো মা বাবার আদরের খোকা
অন্যায়ের বিরুদ্ধে হয়েছিলো একরোখা
বজ্র কণ্ঠ হোয়ে দিয়ে গেছে হুংকার
বঙ্গবন্ধু নামে চেনে তাকে জগত সংসার।।

সমাধি তার জেগে আছে সৃতিতে।
জ্বালাময়ী ভাসন আজো মানুষের অস্তিত্তে
আসবেনা ফিরে সেই মহান নেতা
যাবেনা মুছে তার ত্যাগের কথা
আজো বেজে ওঠে ভাষণের সে হুংকার
ভয় পেওনা হোক হানাদার যতই ভয়ংকর ।।

সারাটি জীবনই করে গেছে সংগ্রাম
ইতিহাস কি দিয়েছে তার এনাম
ঘাতক তাকে দেয়নি পরিত্রান
যায়নি মুছে শিশু রাসেলের শুকনো রক্তের ঘ্রান
বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির অংকার
বাংলার খাঁটি সোনা বাংলার অলংকার।।
       
              মৌসুমি সেন
                       ২৬/০৭/২০০৭














                                                  

শব্দ -স্বীকৃতি (গান-(৭০)

মাঝ্ রাতে জানালায় বৃষ্টির চুম
বাতাসে দুলে বেড়ায় 
নয়নে জড়িয়ে ঘুম
ফিরে এলো বরষা ঝুম ঝুম ঝুম
পড়াতে এলো না প্রিয় কুম কুম ।।


রিম ঝিম বৃষ্টির শব্দ
হৃদয় মাতাল তবু স্তব্দ
ফুরালো বুঝি এই মধু ক্ষণ
এলো না এলো না প্রিয়
নিয়ে মৌসুম ।।


বৃষ্টি নুপুর বাজে অঙ্গে
রুনু ঝুনু রুনু ঝুনু ঢঙ্গে
আমি জাগি চাঁদ জাগে
অথচ এলো না প্রিয়
নিয়ে  মৌসুম ।।


       মৌসুমি সেন ।।


 

Thursday, November 3, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭১)

এই মৌসুমি মন নিয়ে বসে আছি
কত শনি রবি বার
তবু দেখা পে্লাম না তার
গেলো কত শাওন ভাদর
পেরিয়ে গেলো আঠারো বছর ।।


আঠারোটি ফাগুন এলো জীবনে
বসন্ত আসেনাই
হৃদয় হোলো ফেরারী আসামি
কেঁদে ফিরি তাই
কেঁদে কেঁদে হয়েছি কাতর
জড়াতে পারীনি আজো প্রেমের আদর ।।


সময় স্রোতের ধারায় এসে
বসন্তকে যদি খুঁজে পাই
কেমন করে লড়বো আমি 
জীবনের লড়াই
মন আমার হয়েছে পাথর
জড়াতে পারিনি প্রেমের চাদর ।।


          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-(৭২)

 এখনো তোমার স্মৃতি মনে পড়ে
একাকী যখন আমি থাকি ঘরে 
ফেলে আসা অতীতের স্মৃতি কথা
বুকেতে জমে ওঠা দারুন ব্যথা
শ্রাবণের জল হয়ে সে কেবলি ঝরে ।।


গভীর নিশি রাতে চুপিসারে
গোপনে আসতে তুমি যমুনা পাড়ে
রাতজাগা পাখিদের ঘুম পাড়িয়ে
আমায় বুকে নিতে জড়িয়ে
বেদনা হয়ে সে স্মৃতি মনে পড়ে ।।


জোছনা রাতে তুমি জানালা পাশে
হাড় কাঁপানো শীতে পৌষ মাসে
শাড়ির আঁচলে নিতে আমাকে জড়িয়ে
অনুভূতির জাল তুমি দিতে ছড়িয়ে
তুমি ভুলে গেছো সে স্মৃতি কেমন করে ।।


                মৌসুমি সেন ।।
             ২২/০৮/২০০৫
 

শব্দ -স্বীকৃতি (গান-(৭৩)

যে প্রেম দেয়না এনে নির্ভরতা 
যে প্রেম নিয়ে আসে শুধু 
কলংকের বারতা 
সে প্রেম আমি চাইনা 
প্রেম হোলিলন দুটো হৃদয়ের 
মিলন সূতায় বাঁধা একাত্মতা ।।

ভাবনার মায়া জালে বাঁধা রবে 
এক মন এক প্রান 
একই সুরে উঠবে বেজে 
হৃদয় বীনার গান
আমি খুঁজে ফিরি তেমন প্রেমের
মিলন পবিত্র তা ।।

কামনায় পুড়ে  যায়না যেন
দুঃখ সুখের বেড়াজাল
পুড়ে যেন যায়না কভু
প্রেমের অনলে কপাল
প্রেম মানে বেঁচে থাকার প্রেরনা
জীবনের সমঝোতা ।।

           মৌসুমি সেন ।।
              ২০/০৮/২০০৭

           

Wednesday, November 2, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭৪)

বন্ধু আমায় বারে বারে 
মিস কল মারে
মিস কল পেয়ে পরান আমার 
আনচান আনচান করে ।।

বন্ধুর সনে কথা বলি 
ঘণ্টার পর ঘণ্টা
রসের রসের কথা শুনে
ভরে যায় মনটা
মোবাইল কার্ড প্রতিদিনই
কিনি দু' চারটা
হিসেব মিলিয়ে দেখি
বাজে আমার বারোটা ।।

বন্ধু আমায় ম্যাসেজ পাঠায়
জানায় ভালোবাসা
সেই ম্যাসেজ পড়ে আমার
মনে জাগে আশা
বন্ধু তুমি কবে দিবা
আমায় ডাইরেক্ট কল
তোমার বাড়ি কবে নিবা
চোখে ঝরে জল ।।

        মৌসুমি সেন ।।
      ১৪/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-(৭৫)

 সাগর কূলে গেলাম আমি 
ঝিনুক কুড়াতে
মুক্ত মালা নিয়ে তুমি
আমায় ঘুরাতে
আমি ঝিনুক খুঁজতে মুক্ত পেয়ে
সাজাই নিজেকে ।।

দেখো সূর্য ডোবার পরে
ঐ চাঁদের হাঁসি ঝরে
তারা গুলো জ্বলে ঝলমলে
আমি চাঁদের হাঁসি তারার মাঝে
খুঁজি তোমাকে ।।

বিজলি চমকায় মেঘ ঘর্ষণে
আষাঢ় শ্রাবন যায় বর্ষণে
ঝর ঝর বৃষ্টি ঝরে
জোয়ার যখন উছলে পড়ে
আমি আষাঢ় শ্রাবণ জোয়ার টানে
ভাসাই নিজেকে ।।

           মৌসুমি সেন ।।
            ২৮/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-(৭৬)

 শাসন বেড়ির শেকল আমি 
পড়েছি পায় 
তবু হৃদয় আমার চায় 
পারবেকি ভালো বাসতে আমায় ।।

হৃদয়ের তৃষ্ণা মেটাতে
নিজেকে করেছি ক্ষয়
মানবো না তাই আমি 
কোন কিছুতেই পরাজয়
কাদবোনা এই আমি একা নিরালায় ।।

জীবনের খেলা ঘরেতে
হোলনা আমার জয়
পারিনী তো সুখী হোতে
মন ভরেছে হতাশায়
হারবোনা তবু আমি ব্যথা বেদনায় ।।

              মৌসুমি সেন ।।
                ২৭/০৪/২০০৬

Tuesday, November 1, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৭৭)

আমি অস্তাচলের সূর্য নিয়ে
সপ্ন দেখিনা 
আমি উদীয়মান ভোরের সূর্যের
আলো ও পাইনা
ঘুম ভাঙানি পাখির ডাকে
আমার ঘুম তো ভাঙে না
ভর দুপুরে রোদের তাপে
আমার হৃদয় ও  পোড়েনা ।।

নিশি জেগে থাকি আমি
ঘুম তো আসেনা
তারায় ভরা রাতের আকাশ
সে ও তো জানেনা
অপেক্ষাতে কাটে আমার রাতের প্রহর
জানিনা তাই কখন আসে পাখি ডাকা ভোর
অষ্ট প্রহর প্রশ্ন থাকে উত্তর মেলেনা ।।

ক্লান্ত মনে পথ চলি
হৃদয় ও মানেনা
রোদে ভরা অসীম  আকাশ
খবর ও রাখেনা
ভর দুপুরে চোখে আমার ভরা অশ্রু জল
জানিনা কখন আসে পরন্ত বিকাল
হতাশ হৃদয় ভেবে মরে বাধা তো মানেনা ।।

               মৌসুমি সেন।।
            ০২/০৯/২০০৭

শব্দ -স্বীকৃতি (গান-(৭৮)

আমি বৃষ্টি চোখের দৃষ্টি নিয়ে
তোমায় দেখেছি
আমি সুখের ঘরে আগুন জ্বেলে
পথে নেমেছি
আমি শাওন ধারায় ভিজতে নেমে
ঠিকানা হারিয়েছি ।।

আমি বৃষ্টি ভেজা পথের ধারে
তোমায় দেখেছি
আমি আমায় ভুলে গিয়ে শুধু
তোমায় খুঁজেছি
আমি সকল জ্বালা ভুলবো বলেই
ভিজতে নেমেছি।।


আমি সৃষ্টি সুখে আমার মাঝে 
তোমায় পেয়েছি
আমি জীবন পথের যাত্রী হয়ে 
হেরে গিয়েছি
আমি সকল সৃতি পেছনে ফেলে
হাসতে শিখেছি ।।


             মৌসুমি সেন ।।



শব্দ -স্বীকৃতি (গান-(৭৯)

মেনেছে হার মেনেছে ঐ চোখের কাছে 
আকাশের নীল 
আকাশের বিশালতা সে চোখের কাছে
যেন অমলিন
এক আকাশ তারারা তাই বুঝি 
করছে মিছিল ।।

তোমাকে ছাড়া তাই মিথ্যে মনে হয়
সূর্য ভরা সকাল
তোমাকে ছাড়া ভাবতে পারিনা আমি 
বিষণ্ণ গোধুলি বিকাল
তোমাকে ছাড়া বাঁধতে পারিনা সুর
পাই  না খুঁজে ছন্দের অন্ত্য-মিল ।।


তোমাকে ছাড়া চলবো কি করে একা
অরন্য ঘেরা বন
তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা তাই
ভাবে এই অশান্ত মন 
তোমাকে ছাড়া জোছনার চাঁদ ও
লাগেনা আলোয় ঝিলমিল ।।


          মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-৮০)

আমার অবুঝ মন বদলে দিয়েছো তুমি
বুঝিয়েছো বাস্তবতা
কৌতূহল ছিলো যত আমার ভেঙ্গেছো তুমি
দিয়েছো নীরবতা
আজ তোমাকে ছাড়া ভাবতে পারিনা
তুমি জানো কি তা ।।

শিখিয়েছো তুমি চলতে বলতে
বুঝিয়েছো যা কিছু সুন্দর
কোন খেয়ালে দিয়েছি আমি যে
আমার সারা অন্তর
মনের সাথে মনের হোলো দেয়া নেয়া
হলো হৃদয়ের সমঝোতা ।।

দিয়েছিলে আরো বাঁচার সপ্ন
শুনিয়েছ আশার যত বানী
মন আমার বাঁধা পড়েছে
হয়েছি তোমার কাছে ঋণী
জীবন যেন আজ সে কারনেই
তোমাতেই খোঁজে পূর্ণতা ।।

             মৌসুমি সেন ।।

শব্দ -স্বীকৃতি (গান-(৮১)

তুমি ঘৃণা করো বলেই 
আমি তোমায় ভালো বাসি
অবহেলা করো বলেই 
ছুটে ছুটে আসি ।।


তুমি থাকো না থাকো পাশে
আমি থাকবো
জীবনের বারোমাস
মনে রাখবো
দুঃখ ভুলে তাই
আমি যে হাঁসি ।।

তুমি ডাকো না ডাকো কাছে
আমি ডাকবো
অপমান করো যদি
নীরবে কাঁদবো
তোমায় ভেবেই আজো
চোখের জলে ভাসি ।।

          মৌসুমি সেন ।।