Thursday, November 10, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৪)




আমার জীবনে তুমি  এসেছিলে
বৃষ্টি ভেজা সেই সন্ধ্যায়
অপলক নয়নে দেখেছিলে
বলনি তুমি ভালোবাসো আমায়।।

হাতে হাত রেখে তুমি
হৃদয় দিলে জাগিয়ে
বোবা  হয়ে গেছি আমি
ছন্দ গেছে যে হারিয়ে
বিজলীর চমকে আল আধারিতে
বুঝিনী কেটে গেছে কতোটা সময়।।

কোমল হাতের পরশে তুমি
কাছে নিলে আমাকে
অনুভুতির ছোঁয়ায় জরিয়ে
ছুঁয়ে গেছো হৃদয়কে
ভেসেছি দুজনে সুখের জলধারায়
ঝিরি ঝিরি সেই বরসায়।।
   
মৌসুমি সেন

শব্দ -স্বীকৃতি (গান-(৫৫)


আমি ততদিনি পৃথিবীতে থাকবো
যতদিন তুমি  ভালবাসবে
সেদিনই মরন হবে আমার
যেদিন তুমি পর ভাববে ।।

তোমার মাঝে খুজি আমি
বিশ্বাসের মিলন মালা
যেখানে কখনো ভুলের আগুনে
হৃদয় ধরাবেনা জ্বালা
বিশ্বাসের সুতোয় তোমাকে আমি
রাখবো আমরন বেঁধে
তুমি শুধু তুমি আমারই থাকবে।।

মনের সাথে মনের আমি
করে নিয়েছি সন্ধি
থাকবো তোমারি হৃদয়ে আমি
সাত পাকে হব বন্দি
নিঃশ্বাসেতে রাখবো তোমায় ধরে
হারাতে দেবনা দূর
তুমি শুধু তুমি আমারি থাকবে।।
মৌসুমি সেন
১৯/০৮/২০০৭

শব্দ -স্বীকৃতি (গান-(৫৬)


কোন পিরিতে মজে রাধা
হইলো শ্যামের রাই
আমার প্রেমে শত বাঁধা
ওগো দয়াল সাঁই ।।

অষ্ট সখী আমায় ঘিরে
পরান তবু বাঁধে নারে
আমি এ দিক ও দিক চাই 
তুমি হবে নাকি সখী
আমার বিনদীনি রাই ।।

সান বাঁধানো ঘাটে বসি
পঞ্চ সখী কাছে আসি
মনের ময়লা ওঠায় ঘষি
আমার রাই তো সেথায় নাই
আমি রাই খুঁজে বেড়াই।।
   মৌসুমি সেন।।

শব্দ -স্বীকৃতি (গান-(৫৭)

আমার বিশ্বাসের ঘরে তুমি
আগুন জ্বেলে দিলে
হৃদয় টাকে ছিদ্র করে
তুষের আগুন জ্বেলে
তোমার মত বন্ধু যেন
আর কারো না মেলে ।।

দিনের পরে দিন কেটেছে
তোমার ছলা কলায়
বুঝিনি তো সবি ছিলো
তোমার মিছে বলায়
আমায় নিঃস্ব করে দিয়ে তুমি
সুদুরে হারালে ।।

রাতের পরে রাত কেটেছে
প্রেমের দ্বীপ জ্বালিয়ে
তোমায় ভালো বেসে ছিলাম
হিসেব না মিলিয়ে
আমার বিশ্বাস টুকু মাটি দিয়ে
কত সুখী হলে ।।

       মৌসুমি সেন ।।

Tuesday, November 8, 2011

শব্দ -স্বীকৃতি (গান-(৫৮)

আমার সমুদ্র দেখতে ভীষণ ইচ্ছে হয়
আবার মনের মাঝে কেমন লাগে ভয়
আমার ইচ্ছে টুকু পূর্ণ যখন হয়
সমুদ্র আমায় মাতাল করে দেয় ।।

সমুদ্রের উত্তাল ঢেউ এসে
আমায় ভিজিয়ে দিয়ে গেছে
দুঃখ শুধু আমার মনের
নীল শাড়িটির আঁচল ছিড়ে গেছে
ভেজা ভেজা শাড়ির সাথেই  হলো পরিনয় ।।

আমি সুর সাগরে ভেসে
তোমায় খুঁজছি কতো দেশে
দুঃখ শুধু আমার মনের
মাঝ রাতের সেই সপ্ন ভেঙ্গে গেছে
আমার ভেবে ভেবেই ভোরের সপ্ন
রোদে পুড়ে ক্ষয় ।।

        মৌসুমি সেন ।।
   ২৬/০৬/২০০৬

শব্দ -স্বীকৃতি (গান-(৫৯)


হাজার  ভাইয়ের রক্ত দানায়
বাংলাদেশের মাটির কনায়
জেগে উঠুক বীর বাঙ্গালির প্রান
নতুন করে গাইবো মোরা
স্বাধীনতার গান ।।

স্বাধীনতা তুমি এসেছো বাংলায়
বছর বছর ধরে
সুখে দুঃখে   আছো তুমি
আমাদের সাথী করে
মোরা বাঙ্গালি বলতে গেলেই 
গাই তোমারি গান ।।

যুদ্ধ আমি দেখিনাই তবু
শুনেছি মায়ের মুখে
তোমার জন্য দামাল ছেলেরা
অস্র নিয়েছে সুখে
স্বাধীনতা শোন তোমার জন্য
বাংলা মায়ের গান ।।

        মৌসুমি সেন ।।
            ১৪/০৪/২০০৫

শব্দ -স্বীকৃতি (গান-(৬০)

 

তোমার বাড়ি আমার বাড়ির
মধ্যে অনেক দূর
আকাশ মাটির মতই তবু
হৃদয় ওঠে সুর
দুই দিগন্তে দু জন থাকি
মধ্যে সমুদ্দুর।।


পাগলা হাওয়া মাতাল হলে
ধরার বুকে ঝড়ে বৃষ্টি
তোমার প্রেমে আমি পাগল
তাইতো প্রেমের সৃষ্টি
বুকের পাঁজর খুঁজে ফেরে
সীমানা কতদুর।।

আকাশ তাহার আকর্ষণে
পায় যে মাটির গন্ধ
ধরা দেয়না মাটির বুকে
তবু সে প্রেম আন্ধ
আকাশ মাটির নিবিড় প্রেমে
পৃথিবী ভরপুর।।

     মৌসুমি সেন
                  ০৫/০৫/২০০৭