Saturday, August 27, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৯৪)

তোমার মনের পৃথিবী আমি সাজাবো 
আমার ভালবাসার ঢঙে 
গড়বো সেখানে নুতন ভুবন
প্রজাপতির শত রঙে ।।


তোমার মনের উঠোন টাকে 
বানাবো ভালবাসার পর্যাটন 
যুবক যুবতী কিশোর ষোড়শী
হারাবে সেখানে মন
সুখে দুঃখে হাঁসি কান্নায়
দোসর হবে এক সঙ্গে ।।

তোমার মনের জানালা খুলে 
দখিনা বাতাসে সুর মেলাবো
সঙ্খচিলের আনন্দধ্বনি তে
সাগরের ঢেউ গুনবো
ইচ্ছে মতো ঘুরবো উড়বো 
হারাবো মুক্ত বিহঙ্গে ।।

                মৌসুমি সেন  ।।

1 comment:

  1. সুন্দর ।। ভালো লাগলো ।।

    ReplyDelete