Saturday, August 27, 2011

(শব্দ- স্বীকৃতি) গান-১৯৩

আকাশ দেখি সাগর দেখি
দেখেই ফিরে আসি
এসে কলম হাতে বসি
খুলে হৃদয় খাতা
লিখতে গেলে তোমায় ভাবি
তুমি ছাড়া হয়না লেখা
আমার কবিতা ।।

তোমার মনের গহীন পথে
বাঁধা আমার মন
তোমার মনের বেলাভূমি
আমি ভাবি পর্যটন
তোমার মাঝে সব হারিয়ে
খুঁজি আমি সুখ ভুলি সকল ব্যথা ।।


তোমার মাঝে দেখি আমি
দুর্লভ যত আশা
তোমায় ছাড়া মেলেনা ছন্দ
পাইনা কবিতার ভাষা
তোমার চাওয়ার যত যা কিছু
আমার মাঝে আছে তা বাঁধা ।।

                          মৌসুমি সেন ।।


        

No comments:

Post a Comment