Sunday, August 28, 2011

শব্দ- স্বীকৃতি (গান-১৯২)

এক মুঠো ভাত পায়না যারা
খুঁজে ফেরে দ্বারে দ্বারে
তাদের কথা ভাবতে গেলে
দুচোখ জলে ভরে
ওদের মনেও সপ্ন আছে
রঙিন দিনগুলি
পথে পথে ঘুরে ওরা
হয়েছে পথের কলি ।।


মাটির পৃথিবীতে গড়া এ ফাঁদ
মাথায় তাদের নেই কোন ছাদ
তাই হাতে  তুলে নিল বোম
বুকেতে ছুরতে গুলি
কখনো আবার গুলি বিদ্ধ হোয়ে
হারায় মুখের বুলি ।।


শিয়রে তাদের নেই তো বালিশ
জানাবে কার কাছে নালিশ
কে দেবে তাদের পরনের কাপড়
আসবে অন্ধ গলি
কি করে তাদের ঘুছবে দুঃখ
হাসবে কিকরে প্রান খুলি।।

         মৌসুমি সেন ।।

No comments:

Post a Comment