আমি বসন্ত দেখিনি
দেখেছি যা তা ঝরাপাতা
আমি তোমাকে ছাড়া কবিতা লিখিনি
একটাও তুমি জানকিতা ।।
আমি সমুদ্র দেখিনি
দেখেছি শ্রাবণ জল
জীবনের হিসেব মেলাতে গিয়ে
পাইনি তার ফলাফল
আমি মনের দামে পাইনি মন
কাঁদে তাই পোড়া অন্তর ।।
আলো খুঁজতে পেয়েছি
শুধু আমি আঁধার
তবু সামনে চলেছি পথ
করেছি পার শত বাধার
আমি সুখের সাথে করিনি আপস
দুঃখের সাথে বেঁধেছি ঘর ।।
মৌসুমি সেন
২৯/০৩/২০১০
so nice ............................. relly
ReplyDeleteso nice .........really
ReplyDelete