Wednesday, August 31, 2011

শব্দ -স্বীকৃতি (গান-১৯০)

     তোমার সাথে হোল না আমার বাসর
             হোল না অভিসার
 হোল না উন্মুক্ত চুম্বন
             হোল না নিবিড় আলিঙ্গন ।।

হোল না দুজনার পথ চলা
             তাই চোখের জলে ভাসি
 সান্ত্বনা একটাই আমরা দুজন
                      দুজনকে খুব ভালোবাসি
 সে ভালবাসার টানে অতীতে
                    ফিরি আমি বার বার ।।

          
   তোমার আমার মাঝে আজ
              আকাশ মাটির  দূরত্ব
তবুও আমি তার পরও খুজি
             ভালবাসার অমরত্ব
সেই অমরত্বের টানে দুজন
      খুজি ভালবাসার সাগর ।।

        মৌসুমি সেন
        ২২/০৩/২০১০

Monday, August 29, 2011

(শব্দ- স্বীকৃতি) গান-১৯১

আমি বসন্ত দেখিনি
     দেখেছি যা তা ঝরাপাতা
আমি তোমাকে ছাড়া কবিতা লিখিনি
        একটাও তুমি জানকিতা  ।।


আমি সমুদ্র দেখিনি 
          দেখেছি শ্রাবণ জল
জীবনের হিসেব মেলাতে গিয়ে
            পাইনি তার ফলাফল
আমি মনের দামে পাইনি মন
             কাঁদে তাই পোড়া অন্তর ।।

আলো খুঁজতে পেয়েছি
          শুধু আমি আঁধার
তবু সামনে চলেছি পথ
            করেছি পার শত বাধার
আমি সুখের সাথে করিনি আপস
         দুঃখের সাথে বেঁধেছি ঘর ।।
  

               মৌসুমি সেন
               ২৯/০৩/২০১০                 

Sunday, August 28, 2011

শব্দ- স্বীকৃতি (গান-১৯২)

এক মুঠো ভাত পায়না যারা
খুঁজে ফেরে দ্বারে দ্বারে
তাদের কথা ভাবতে গেলে
দুচোখ জলে ভরে
ওদের মনেও সপ্ন আছে
রঙিন দিনগুলি
পথে পথে ঘুরে ওরা
হয়েছে পথের কলি ।।


মাটির পৃথিবীতে গড়া এ ফাঁদ
মাথায় তাদের নেই কোন ছাদ
তাই হাতে  তুলে নিল বোম
বুকেতে ছুরতে গুলি
কখনো আবার গুলি বিদ্ধ হোয়ে
হারায় মুখের বুলি ।।


শিয়রে তাদের নেই তো বালিশ
জানাবে কার কাছে নালিশ
কে দেবে তাদের পরনের কাপড়
আসবে অন্ধ গলি
কি করে তাদের ঘুছবে দুঃখ
হাসবে কিকরে প্রান খুলি।।

         মৌসুমি সেন ।।

Saturday, August 27, 2011

(শব্দ- স্বীকৃতি) গান-১৯৩

আকাশ দেখি সাগর দেখি
দেখেই ফিরে আসি
এসে কলম হাতে বসি
খুলে হৃদয় খাতা
লিখতে গেলে তোমায় ভাবি
তুমি ছাড়া হয়না লেখা
আমার কবিতা ।।

তোমার মনের গহীন পথে
বাঁধা আমার মন
তোমার মনের বেলাভূমি
আমি ভাবি পর্যটন
তোমার মাঝে সব হারিয়ে
খুঁজি আমি সুখ ভুলি সকল ব্যথা ।।


তোমার মাঝে দেখি আমি
দুর্লভ যত আশা
তোমায় ছাড়া মেলেনা ছন্দ
পাইনা কবিতার ভাষা
তোমার চাওয়ার যত যা কিছু
আমার মাঝে আছে তা বাঁধা ।।

                          মৌসুমি সেন ।।


        

শব্দ -স্বীকৃতি (গান-১৯৪)

তোমার মনের পৃথিবী আমি সাজাবো 
আমার ভালবাসার ঢঙে 
গড়বো সেখানে নুতন ভুবন
প্রজাপতির শত রঙে ।।


তোমার মনের উঠোন টাকে 
বানাবো ভালবাসার পর্যাটন 
যুবক যুবতী কিশোর ষোড়শী
হারাবে সেখানে মন
সুখে দুঃখে হাঁসি কান্নায়
দোসর হবে এক সঙ্গে ।।

তোমার মনের জানালা খুলে 
দখিনা বাতাসে সুর মেলাবো
সঙ্খচিলের আনন্দধ্বনি তে
সাগরের ঢেউ গুনবো
ইচ্ছে মতো ঘুরবো উড়বো 
হারাবো মুক্ত বিহঙ্গে ।।

                মৌসুমি সেন  ।।